ছেলেদের দুর্বলতা কোথায়-ছেলেদের মন জয় করার উপায়
ছেলেদের দুর্বলতা কোথায় এটা জানার জন্য আপনারা অনেকেই গুগলে সার্চ করে থাকেন। আজকের আর্টিকেলটির মধ্যে ছেলেদের দুর্বলতা কোথায় এবং ছেলেদের মন জয় করার উপায় সহ বিভিন্ন বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করা হবে।
  আপনারা যারা ছেলেদের দুর্বলতার বিষয় নিয়ে জানতে চেয়েছিলেন তারা অবশ্যই এই
  আর্টিকেলটি মনোযোগ দিয়ে সম্পন্ন পরবেন তাহলে এখান থেকে খুব সহজেই একজন ছেলেকে
  আপনার বশে আনতে পারবেন।  তাহলে চলুন আর্টিকেলটি শুরু করা যাক। 
সূচিপত্রঃ ছেলেদের দুর্বলতা কোথায়
- ছেলেদের দুর্বলতা কোথায়
 - ছেলেদের মন জয় করার উপায়
 - ছেলেদের মন ভালো করার উপায়
 - ছেলেদের বশ করার দোয়া
 - ছেলেদের ইমোশনাল করার উপায়
 - নিজের প্রতি কাউকে আকৃষ্ট করার উপায়
 - প্রিয় পুরুষের মন জয় করার ৬ টি গোপন টিপস
 - ছেলেরা মেয়েদের কেমন চুল পছন্দ করে
 - ছেলেরা মেয়েদের কি দেখে ক্রাশ খায়
 - ছেলেরা মেয়েদের কোন জিনিস বেশি পছন্দ করে
 - ছেলেদের হাসানোর উপায় জানুন
 - উপসংহারঃ ছেলেদের দুর্বলতা কোথায় জানুন
 
ছেলেদের দুর্বলতা কোথায়
  ছেলেদের দুর্বলতা কোথায় নিয়ে যারা জানতে চেয়েছিলেন তাদের জন্য আর্টিকেলটি
  সুন্দরভাবে সাজিয়ে লেখা হবে। মেয়েরা জানে যে ছেলেদের দুর্বল জায়গা
  কোনটি। ছেলেরা কিসের প্রতি আকৃষ্ট হয় এটাও মেয়েরা বোঝে আর তাই কিছু
  মেয়েরা শেষমেষ গিয়ে নিচু পদ্ধতি ব্যবহার করে। তাদের উদ্দেশ্য কিছু কথা হলো
  এই যে চেহারা দেখিয়ে ছেলেদেরকে আকর্ষণীয় করা যায়। 
  যে মেয়েরা ছেলেদেরকে নেতিবাচক দিক দেখিয়ে দুর্বল করবে এবং বিয়ে পর্যন্ত চলে
  যাবে তখন সেই মেয়েটা বুঝবে এটা তার জীবনের কত বড় ভুল ছিল। কারণ অনেক
  মেয়েরাই আছে যারা ছেলেদের দুর্বল করার জন্য তার শরীরের স্পেশাল কিছু জায়গা
  বিয়ের আগেই দেখিয়ে থাকে। এজন্য বিয়ের পরে তাদের দম্পতি জীবনে সুখী
  হওয়াটা অনেক কঠিন হয়ে পড়ে। 
  আরো অনেক মেয়ে আছে যারা নিজের সতীত্ব কে পাবলিক প্লেসে সবার সামনে তার
  বয়ফ্রেন্ডের সাথে রং তামাশা করতে থাকে এটা ছোট এবং নোংরা মন মানসিকতা ছাড়া
  আর কিছু নয়। যে মেয়েরা এরকম কাজ করে তাদের মাথায় রাখতে হবে ছেলেটা কিন্তু
  মেয়েদের আকর্ষণ করার জন্য কোন জিপার খুলে রাখে না তাই মেয়েদেরও উচিত নয়
  ছেলেদের দুর্বল করার জন্য তার শরীরের অঙ্গ বের করে রাখা ছোট ছোট ড্রেস পরে আকর্ষণ
  করা। 
  মেয়েদের বোঝা উচিত তারা জাতি হিসেবে অনেক সম্মানের। কারণ মেয়ে জাতি
  হল মায়ের জাতি যাকে সবাই সম্মানের চোখে দেখে। কিন্তু যে মেয়ে মা থেকে
  খারাপ নারী হওয়ার চিন্তা করে থাকে তাকে সবাই সামনে থেকে বাহবা দিলেও তার পিছনে
  গিয়ে ঠিকই বদনাম করে। তাই মেয়েদের উচিত ছেলেদের কে দুর্বল করার জন্য এমন
  নিচু কাজ না করে বরং তার ভালবাসা দিয়ে ছেলেদের কে দুর্বল করা। 
ছেলেদের মন জয় করার উপায়
  মেয়েরা জানে যে ছেলেদের মন জয় করা অতটাও সহজ নয়। বিশেষ করে এমন কিছু ছেলে
  আছে যারা খুব সহজে প্রেমে পড়ে না বা মেয়েদের কথায় পটে যায় না। তাই আপনার
  যদি এমন কোন ছেলেকে পছন্দ হয় যে সহজে তার মন জয় করতে চান বা আকৃষ্ট করতে চান
  তার জন্য আপনাকে কিছু ফর্মুলা মেনে কাজ করতে হবে যার ফলে ছেলেদের মন গলানো
  সম্ভব হবে। 
- ছেলেটির চোখের সামনে থাকাঃ আপনি যাকে পছন্দ করেন তার সামনে বারবার যাওয়ার চেষ্টা করুন এবং সব সময় নিজেকে সেজেগুজে পরিপাটি রাখবেন এতে করে সেই ছেলেটির মনের দুয়ার আপনার জন্য খুলে যাবে তারপরে একসাথে পথ চলা শুরু হবে।
 
- হেসে কথা বলুনঃ নারীরা অনেক সময় হেসে কথা বলার মাধ্যমেও ছেলেদের মন জয় করতে পারে।আপনি ছেলেটির সামনে গিয়ে হেসে কথা বলুন বা কিছু জোকস বলুন তা থেকে আপনার প্রতি ছেলেটির নজর পড়ে তারপরে আস্তে আস্তে কথা বলার চেষ্টা করুন এতে করে আপনি তার মন জয় করতে সক্ষম হবেন।
 
- ছেলেটির সম্পর্ক নিয়ে কথা বলুনঃ অবশ্যই আপনার উচিত ছেলেটির কাছে গিয়ে তার পরিবার এবং তার বিষয় নিয়ে প্রশ্ন করে জানতে চাইবেন এতে করে ছেলেটি বুঝবে যে আপনার মন মানসিকতা অনেক ভালো তারপরে আপনার প্রতি ছেলেটি গলে যাবে। কারণ বেশিরভাগ ছেলেরাই এরকম মেয়ে পছন্দ করে যারা তার বিষয় সম্পর্কে খেয়াল রাখে।
 
- পাশে বসে কথা বলার চেষ্টা করুনঃ আপনি যদি দূরে থাকেন তাহলে কিন্তু ছেলেটির মন জয় করতে পারবেন না। তাই ছেলেটির কাছে গিয়ে বসুন কথা বলুন এবং সুযোগ হলে কোন কফি শপে বা রেস্টুরেন্টে গিয়ে গল্প করুন এতে করে দুজনের মধ্যে ভালো সম্পর্ক তৈরি হবে এবং ছেলেটি আপনার প্রতি আকৃষ্ট হবে।
 
- চোখে চোখ রেখে কথা বলুনঃ ছেলেরা এরকম মেয়েদের পছন্দ করে যারা চোখের দিকে তাকিয়ে কথা বলতে লজ্জা পায় বা চোখে চোখ পড়ে গেলে একটু হাসি পায়। এরকম হাসি মাখা লজ্জাবতী মেয়ে দেখতে অনেক ছেলেরাই পছন্দ করে। তাই কথা বলার সময় মাঝে মাঝে তার চোখের দিকে তাকাবেন এবং মৃদু ভাবে হাসতে থাকবেন।
 
- কিছু গিফট করুনঃ সম্ভব হলে আপনার পছন্দের পুরুষকে এমন কিছু গিফট করুন যেটা দিয়ে অনেকটাই বোঝা যাবে যে আপনি তাকে পছন্দ করেন এভাবে ছেলেটি যখন বুঝতে পারবে সেও আপনার প্রতি গলে যাবে। তাই কিছু গিফট করার মাধ্যমেও ছেলেদের মন জয় করা সম্ভব।
 
ছেলেদের মন ভালো করার উপায়
  ব্যক্তিগত জীবনে দৈনন্দিন নানা ঘটনা ঘটে থাকে যার প্রভাব পড়ে ছেলেদের মন খারাপ
  কিংবা উভয়ের মধ্যে ভুল বোঝাবুঝি তৈরি হয়। এসব কারণে আপনার প্রিয় মানুষের
  মন খারাপ হতে পারে। 
  আবার আপনার কথাবার্তা বা ব্যবহার আচরণের কারণেও তার খারাপ লাগতে পারে। তাই
  আপনার উচিত প্রিয় মানুষের মন ভাল করার উপায় জেনে সে অনুযায়ী কাজ
  করা। তাহলে চলুন ছেলেদের মন ভালো করার উপায় সম্পর্কে জেনে আসি।
- পছন্দ অনুযায়ী রান্না করাঃ আপনার প্রিয়জন যখন আপনার উপরে কোন কারণে রাগ করবে তখন তার রাগ ভাঙ্গানোর জন্য সে যে খাবার পছন্দ করে তা রান্না করে তাকে খাওয়ানোর চেষ্টা করবেন এতে করে তার মন ভালো হয়ে যাবে।
 
- কিছু গিফট করাঃ প্রিয় মানুষের মন ভালো করার জন্য ছোট ছোট গিফট করুন এতে করে সে আনন্দিত হবে এবং আপনার প্রতি তার ভালোবাসা বেড়ে যাবে।
 
- প্রিয়জনের সাথে সিনেমা দেখতে যানঃ চেষ্টা করবেন মাসে একদিন অন্তত আপনার প্রিয় মানুষটার সাথে সিনেমা দেখতে যেতে বা কোথাও ঘুরতে যেতে এতে আপনাদের দুজনেরই মন মানসিকতা অনেক ভালো থাকবে।
 
- রেস্তরায় নিয়ে যানঃ প্রিয় মানুষের মন ভালো করার জন্য ভালো কোন রেস্তোরাই গিয়ে তার পছন্দের খাবার অর্ডার করে খান এবং এমন কিছু গল্প শোনাবেন যাতে তার মন ভালো হয়ে যায়।
 
- সামাজিক যোগাযোগ ব্যবহার করেঃ আপনার প্রিয় মানুষের মন ভালো করতে সামাজিক যোগাযোগ ব্যবহার করে আপনার ভালোবাসা প্রকাশ করুন ও অনেক ধরনের লেখা পোস্ট করতে পারেন এতে করে সে অনেক খুশি হবে এবং আপনার ভিতরে তার প্রতি ভালোবাসা এবং অনুভূতি বুঝতে পারবে।
 
- প্রশংসা করুনঃ প্রশংসা শুনতে কার না ভালো লাগে তাই যত কারণ প্রিয় মানুষের মন ভালো করার জন্য অনেক বেশি বেশি প্রশংসা করুন এতে করে তার মন ভালো হয়ে যাবে।
 
- মন খারাপের বিষয় নিয়ে আলোচনা করাঃ আপনার মানুষটি আপনার উপরে কি কারনে রাগ করেছে বা অভিমান করে আছে সে বিষয় সম্পর্ক নিয়ে তার সাথে খোলামেলা আলোচনা করুন এতে করে খুব দ্রুত দুজনের মাঝে সমাধান হয়ে যাবে এবং পরবর্তীতে ওই সমস্যাটা নিয়ে আর কোন ঝামেলা তৈরি হবে না।
 
ছেলেদের বশ করার দোয়া
  ছেলেদের বশ করার দোয়া সম্পর্কে জানার আগে জেনে নিন যে ছেলেদের বশ করা বলতে কি
  বুঝায়।ছেলেদের বশ করা বলতে বোঝায় যে সেই ছেলে নিজে থেকে যা করত এখন আর তা
  করতে না পারা।আবার ছেলেটি আগে যা করত না কিন্তু আপনার কথা শুনে তাই
  করছে এটাকেই মূলত বশ করা বুঝায়। আর সেই ছেলেটি যখন বস হবে সে কিন্তু নিজেও
  জানবে না যে সে কারো দ্বারা বশীকরণ হয়েছে। 
  মন্দ উদ্দেশ্য এবং নিজের লাভের জন্য অন্যকে প্রভাবিত করাকেই মূলত বশীকরণ
  বলে। আমরা নিত্য নিজের অজান্তেই অনেক জায়গাতে বশীকরণের শিকার হচ্ছে যেমন
  পরিবারের কাছে, হাটে বাজারে, শপিংমলে, সামাজিক জমায়েতে এবং
  মিডিয়ার কাছে নিজের অজান্তেই কমবেশি অনেক কিছুই বিসর্জন দিয়ে ফেলছি। 
ছেলেদের ইমোশনাল করার উপায়
  কবির ভাষায় মেয়েদেরকে ছলনাময়ী বলে আখ্যা দেওয়া হয়েছে। অনেকের মনে প্রশ্ন যে
  সত্যিই কি মেয়েরা ছলনাময়ী হয়ে থাকে ঠিক তার পাশাপাশি আবার অনেকেই ছেলেদের কেউ
  ছলনাময়ীর জায়গায় বসিয়ে রেখেছে। ছেলেদের ইমোশনাল করার জন্য মেয়েদের কাছে অনেক
  উপায় রয়েছে। তার মধ্যে থেকে চারটি উপায় নিয়ে কথা বলবো যে উপায় গুলো
  বেশিরভাগ মেয়েরাই করে থাকে। 
- চোখের পানিঃ মেয়েরা এটা খুব সহজে করতে পারেন। অর্থাৎ ছেলেদের সাথে কোন কিছু নিয়ে রাগারাগি বা কথা কাটাকাটি হলে চোখের পানি দিয়ে খুব সহজেই ছেলেদেরকে ইমোশনাল করে ফেলে। কারণ অধিকাংশ পুরুষ রয়েছেন যারা নারীদের চোখের পানিকে সহ্য করতে পারে না যার ফলে তারা খুব সহজে গলে যায় আর নারীদের প্রতি ইমোশনালি হয়ে যায়।
 
- সৌন্দর্য দিয়ে আকৃষ্টঃ নারীর সৌন্দর্য একজন পুরুষের জন্য সবচেয়ে ধারালো অস্ত্র। সুন্দর নারীর প্রতি হন না এরকম পুরুষ খুব কমই পাওয়া যায়। সকলেই সৌন্দর্যের পূজারী। তাই একজন সুন্দরী রমণী যখন তার পছন্দের পুরুষের কাছে কোন কিছু আবদার করে সেটা তখন খুব সহজেই পেয়ে যায়। কারণ পুরুষেরা তার সুন্দরী রমণীর কথা সহজে ফেলতে পারেনা।
 
- ইমোশনাল অত্যাচার করেঃ অনেক নারীরা আছে ছেলেদের প্রতি এমন ভাবে ইমোশনালি অত্যাচার শুরু করে যে ছেলেদের তখন আর ভালো মন্দ বিচার করার মত মানসিকতা বা ক্ষমতা থাকে না। তাই বলা হয়েছে যে নারীরা খুব সহজে ইমোশনালি অত্যাচার করতে পারে।
 
- সুন্দর রান্না খাইয়ে মন ভোলানোঃ মেয়েদের কাছে এটি একটি সহজ কাজ। তাই আপনি আপনার প্রিয় পুরুষের মন ভাল করতে বা তাকে ইমোশনালি করতে তার পছন্দের কিছু নিজে হাতে রান্না করে তার সামনে পরিবেশন করুন দেখবেন সে আপনার প্রতি অনেকটাই ইমোশনালি হয়ে গেছে।
 
নিজের প্রতি কাউকে আকৃষ্ট করার উপায়
  আপনি যদি নিজের প্রতি কাউকে আকৃষ্ট করতে চান এর জন্য কিছু নিয়ম রয়েছে যা
  ফলো করে চলতে পারলে মেয়েরা বা অন্যরা আপনার প্রতি খুব সহজেই আকৃষ্ট
  হবে। আপনি যদি ছেলেদের কে নিজের প্রতি আকৃষ্ট করতে চান তাহলে এই উপায় মেনে
  চললেই হবে। আবার আপনি যদি কোন মেয়েকে নিজের প্রতি আকৃষ্ট করে তুলতে চান সে
  ক্ষেত্রে আপনার জন্য এই উপায়গুলো কাজে আসবে।
- মানুষের দিকে হেসে কথা বলার চেষ্টা করুন এতে করে দেখবেন আপনার প্রতি সবাই আকৃষ্ট হচ্ছে। কারণ সবাই সুন্দর মনের মানুষ এবং যারা হেসে কথা বলে তাদের সবাইকে লোকে পছন্দ করে থাকে।
 
- স্মার্টনেস কথা বলা শিখুন। আপনি যখন কথা বলার সময় অনেক স্মার্ট হয়ে কথা বলবেন এবং কথার মধ্যে কোন জড়তা থাকবে না বা কোন নেগেটিভ সাইডের মাইন্ডের কথা থাকবে না তখন সবাই আপনার প্রতি আকৃষ্ট হতে থাকবে।
 
- নিজের পোশাক পরিস্কার রাখুন। আপনি যখন সুন্দর কথা বলতে পারবেন তার পাশাপাশি যদি আপনার শরীরের পোশাকটিও পরিষ্কার এবং অন্যতমনের হয়ে থাকে তাহলে সবাই আপনাকে দাম দিয়ে চলবে।এবং আপনার এই সৌন্দর্যটার কারণেই সবাই আপনার প্রতি আকৃষ্ট হবে।
 
- মানুষের উপকার করার চেষ্টা করুন। আপনি যখন গরিব অসহায় কে উপকার করবেন বা সহায় দিবেন খুব সহজেই অন্যরা আপনার প্রতি আকৃষ্ট হবে এবং আপনার প্রশংসা করতে থাকবে। কারণ সকলেই উদার মনের মানুষকে পছন্দ করে থাকে।
 
প্রিয় পুরুষের মন জয় করার ৬ টি গোপন টিপস
  প্রিয় মানুষের বা প্রিয় পুরুষের মন জয় করার ছয়টি গোপন টিপস রয়েছে। যে
  টিপসগুলো আপনি ফলো করলে অবশ্যই এর ফলাফল সরূপ আপনার পছন্দের মানুষের মন জয় করতে
  পারবেন। আর এটা করতে আপনাকে খুব একটা কষ্ট করতে হবে না। তাহলে চলুন
  জেনে নেই যে প্রিয় পুরুষের মন জয় করার জন্য কি কি গোপনীয় টিপস রয়েছে।
- প্রিয় মানুষের সাথে হেসে হেসে কথা বলা।
 
- প্রিয় মানুষ রাগ করলে তার রাগ ভাঙ্গানো।
 
- প্রিয় মানুষের পাশে বসে গল্প করা।
 
- প্রিয় মানুষ যেরকম মেয়ে পছন্দ করে সেরকম ভাবে নিজেকে গড়ে তোলা।
 
- প্রিয় মানুষের চোখের সামনে নিজেকে স্মার্ট রাখা।
 
- আপনি আপনার প্রিয় মানুষের চোখে চোখ রেখে কথা বলুন।
 
  আপনি যদি এই নিয়মগুলো মেনে চলতে পারেন এবং এই আর্টিকেলটির মধ্যে উপরে আরও
  বিস্তারিত ভাবে উল্লেখ করা রয়েছে প্রিয় মানুষ কে ইমোশনাল করা এবং বশ করার কিছু
  গোপন টিপস। আশা করি আপনি এগুলো যদি যথাযথভাবে মেনে করতে পারেন তাহলে অবশ্যই
  আপনার প্রিয় মানুষ আপনার প্রতি আকৃষ্ট হবে এবং আপনিও মন জয় করতে সফল
  হবেন। 
ছেলেরা মেয়েদের কেমন চুল পছন্দ করে
  এক কথায় ছেলেরা মেয়েদের
  খোলা চুলে এবং লম্বা চুলে
  বেশি পছন্দ করে থাকে। বেশিরভাগ ছেলে রয়েছে যারা চায় তার প্রিয় মানুষের চুল
  অনেক লম্বা হোক। চুলগুলো অনেক সিল্কি হোক দেখতে অনেক আকর্ষণীয়
  লাগুক। এবং ছেলেরা চায় তার প্রিয় মানুষ একটি সুন্দর শাড়ি পড়ে চুলগুলো
  ছেড়ে দিয়ে মাথার একপাশে সুন্দর একটি ফুল থাকুক।  
  এতে করে প্রিয় মানুষটাকে দেখতে অনেক সুন্দর আকর্ষণীয় লাগবে। ছেলেরা
  মেয়েদের আরও পছন্দ করে থাকে যেন মেয়েরা বেশি মেকআপ না করে তারা
  হালকা সাজুগুজু করবে এবং তার
  ঠোঁটে হালকা গোলাপি
  রঙের লিপস্টিক দিবে যেন তার ঠোঁটটা গোলাপের পাপড়ির মত লাগে। এভাবে মেয়েরা
  যদি তার পছন্দের পুরুষের সাথে দেখা করতে আসে তাহলে পুরুষরা খুব সহজেই তার প্রতি
  আকৃষ্ট হবে।
  আর আপনার পছন্দের পুরুষ যদি আপনার স্বামী হয়ে থাকে তাহলে চেষ্টা করবেন আপনার
  ভিতরের সৌন্দর্য লুকিয়ে না রেখে তার সামনে উপস্থাপন করতে। তার সামনে
  এমনভাবে থাকবেন যেন আপনার প্রতি সন্তুষ্ট থাকে। আপনার স্বামী যখন বাসায়
  থাকবে তখন নিজেকে পরিপাটি করে রাখবেন আপনার শরীরে কিছু পারফিউম দিবেন নতুন ড্রেস
  পড়ে থাকবেন অথবা স্বামীর ছুটির দিনে শাড়ি পরবেন তাহলে আপনার
  স্বামীর ভালোবাসা আপনার প্রতি প্রকাশ পাবে। 
ছেলেরা মেয়েদের কি দেখে ক্রাশ খায়
  যেহেতু আপনি যাচ্ছেন ছেলেরা আপনাকে দেখে ক্রাশ খাক সে ক্ষেত্রে আপনাকে অবশ্যই
  জানতে হবে যে ছেলেরা মেয়েদের কি দেখে ক্রাশ খায়। আপনি খেয়াল করে দেখবেন
  কিছু ছেলেদের একাধিক মেয়ে বান্ধবী রয়েছে এটা থাকার কারণ হলো ছেলেটির মধ্যে এমন
  কিছু গুণ রয়েছে যার ফলে তার মেয়ে বান্ধবী হয়েছে। 
  আবার এমন কিছু ছেলে আছে তাদের হয়তো দেখতেও সুন্দর কিন্তু এই গুণগুলো তাদের মধ্যে
  না থাকার কারণে তাদের কোন মেয়ে বান্ধবী নাই। তাই যে গুণগুলো থাকলে আপনার
  উপরে ক্রাশ খাবে সেটা সম্পর্কে অবশ্যই আপনার জানা থাকতে হবে এতে করে আপনার প্রিয়
  মানুষকে আপনার প্রতি ক্রাশ খাওয়াতে সুবিধা হবে। 
- ছেলেরা ক্রাশ খেয়ে থাকে মেয়েদের সৌন্দর্যে।
 
- মেয়েদের বচন ভঙ্গিতে।
 
- মেয়েদের নরম সুরে কথা বলার উপরে।
 
- মেয়েদের সুন্দর মন মানসিকতা দেখে।
 
- ছেলেদের প্রতি মেয়েদের কেয়ারিং দেখে।
 
- যেসব মেয়েরা খুব সহজে শিশুদেরকে ভালবাসতে পারে এরকম দেখেও অনেক ছেলে ক্রাশ খেয়ে যায়।
 
- মেয়েরা যখন মিথ্যা কথা পরিহার করে এবং সত্য কথা বলার চেষ্টা করে এরকম মেয়েদের প্রতি ছেলেরা ক্রাশ খায়।
 
- ছেলেরা যখন দেখে মেয়েটির ছোট ছোট বিষয় নিয়েই অনেক আনন্দ থাকে এবং ছোট কিছুতেই খুশি হয়ে যায় এরকম দেখেও ছেলেরা ক্রাশ খায়।
 
- মেয়েদের গোলাপি ঠোঁটের কোনায় কালো দাগের উপরে অনেক ছেলে ক্রাশ খায়।
 
- মেয়েদের টানা টানা চোখের উপরে অনেক ছেলে ক্রাশ খেয়ে থাকে।
 
- সর্বশেষে ছেলেরা হাসি খুশি মেয়েদের কে পছন্দ করে থাকে।
 
ছেলেরা মেয়েদের কোন জিনিস বেশি পছন্দ করে
  কারো প্রতি মানুষের তখনই ভালো লাগে যখন মানুষটির মধ্যে আকর্ষণীয় কিছু বৈশিষ্ট্য
  পাওয়া যায়।যেমন হাসিখুশি থাকা, মানুষের সাথে অধিক মিশুক, সত্য কথা
  বলা, দয়ালু স্বভাবের হওয়া এবং সহজ সরল হওয়া মানুষকে সকলেই পছন্দ
  করতে থাকে। 
  অন্যদিকে যে সকল মেয়েরা হিংসুটে, অহংকারী, ঝগড়াটে, মানুষের সাথে
  কথা বলে না সহজে মিশে না এরকম মেয়েদেরকে ছেলেরা পছন্দ করে না। ছেলেদের
  চোখে মেয়েদেরকে ভালো থাকার জন্য অবশ্যই মেয়েদের মধ্যে কিছু গুণ থাকতে হবে
  তাহলেই ছেলেটা তাদেরকে পছন্দ করবে। 
- সুন্দর পোশাক পরিচ্ছেদ
 
- আমাদের প্রতি দয়ালু হওয়া
 
- মোবাইল থেকে দূরে থাকা
 
- অন্য ছেলেদের সাথে কথা না বলা
 
- অনলাইনে যার তার সাথে চ্যাটিং না করা
 
- অতিরিক্ত সরলতা নয়
 
- আবার অতিরিক্ত চালাকি ও নয়
 
- ছোট বিষয়গুলোতে খুশি থাকা
 
- পুরুষের দুঃখে পাশে থাকা
 
- ছেলেদের খারাপ সময়ে সাহস দেওয়া
 
- ছেলেদের প্রতি যত্নবান হওয়া
 
- আর ছেলের পরিবারের প্রতিও দায়িত্বশীল থাকা
 
ছেলেদের হাসানোর উপায় জানুন
কৌতুক
- হাসির গল্প শোনানো। আপনার প্রিয় মানুষ যে গল্প শুনতে পছন্দ করে তাকে সেই গল্প শুনিয়ে হাসানোর চেষ্টা করুন।
 
- মজার মজার কৌতুক শোনাতে থাকুন তবে আপত্তিকর কৌতুক গুলো এড়িয়ে চলুন।
 
- মজার মুখের অঙ্গভঙ্গি দেখিয়ে আপনার প্রিয় মানুষকে হাসানোর চেষ্টা করুন। যেমন ধরুন আপনার ঠোঁটের মুচকি হাসি এবং কথা বলার ধরনে আপনার প্রিয় মানুষ হাসবে।
 
খেলাধুলা এবং মজার কার্যকলাপ
- ভিডিও গেম খেলুন একসাথে এতে করে আপনার প্রিয় মানুষ অনেক আনন্দিত হবে।
 
- বোর্ড গেম খেলুন যেমন লুডু খেলা ক্যারাম খেলা।
 
- একসাথে খেলাধুলা করুন যেমন ব্যাডমিন্টন।
 
- ঘরে বসেই মজার খেলার আয়োজন করুন যেমন কে দ্রুত পোশাক পরিবর্তন করতে পারে আবার কে দ্রুত খাবার খেতে পারে এসব নিয়ে।
 
- এছাড়াও আপনার প্রিয় মানুষের সাথে রোমান্টিকভাবে কথা বলুন।
 
উপসংহারঃ ছেলেদের দুর্বলতা কোথায় জানুন
  একজন ছেলের প্রতি একজন মেয়ের ভালোবাসা এবং একজন মেয়ের প্রতি একজন ছেলের
  ভালোবাসা যে ভালোবাসা সব ভালোবাসা থেকে আলাদা হয়ে থাকে। সবাই চায় তার
  প্রিয় মানুষকে খুশি রাখতে এবং নিজের প্রতি আকৃষ্ট করতে। তাই প্রিয় মানুষকে
  নিজের করে ধরে রাখার জন্য যে সকল কৌশল রয়েছে
  তার সবকিছুই এই আর্টিকেলটির মধ্যে বিস্তারিত আলোচনা করা হয়েছে। 
  আরো পড়ুনঃ ঘরে বসে অনলাইন ইনকামের ১০ টি উপায় জানুন 
  আপনি যদি ছেলেদের মন জয় করার উপায় সম্পর্কে আরো কিছু জানতে চান তারা অবশ্যই
  মন্তব্য করে যাবেন এতে করে আমরা আপনাকে সাহায্য করার চেষ্টা করব। আমার
  লেখাটি পড়ে যদি আপনি আপনার প্রিয় মানুষকে খুশি করতে পারেন তাহলে অবশ্যই আমার
  শিখতে চাই ব্লাড ওয়েবসাইটকে সাবস্ক্রাইব করে পরবর্তী আপডেট সবার আগে পেতে পাশেই
  থাকুন। ধন্যবাদ



অর্ডিনারি আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।
comment url