ঘরে বসে অনলাইন ইনকামের ১০ টি উপায় জানুন
বর্তমান সময়ে ইন্টারনেট মানুষের জিবনে প্রভাব ফেলছে। অনলাইনে ইনকাম এর জন্য বিভিন্ন সাইট বের হয়েছে যা ব্যবহার করে ঘরে বসে ইনকাম করতে পারবেন। তবে অনলাইনে কাজ করতে গেলে অবশ্যই আপনাকে আগে সেই সকল দিক নিয়ে বিস্তারিত জানতে হবে। আপনি কোন প্লাটফর্ম ধরে এগিয়ে যাবেন সেটা আপনার জন্য সঠিক কিনা আগে এটা নির্বাচন করুন।
অনলাইনে ইনকামের সুযোগের পাশাপাশি বেশ কিছু প্রতারনার জায়গা রয়েছে যে গুলোতে আপনাকে সাবধান হতে হবে। তাই আপনি আগে ইনকামের একটি সাইট বেছে নিবেন এবং তারপর দেখবেন সেটা আপনার জন্য কত টা ভালো হবে। অনলাইন ইনকামের জন্য বিভিন্ন টিপস নিচে শেয়ার করা হলো আপনি আরটিকেল টি পড়ে দেখতে পারেন যে আপনার জন্য কোনটা ভালো হবে।
সূচিপত্রঃ ঘরে বসে অনলাইনে ইনকাম করুন
- ঘরে বসে অনলাইনে ইনকাম করুন
- মাসে ২০ হাজার টাকা আয় করার উপায়
- দক্ষতা ছাড়াই ঘরে বসে ইনকাম করুন
- হাতে থাকা মোবাইল দিয়ে ইনকাম করুন
- Apps ব্যবহার করে ইনকামের উপায়
- ফেসবুক মার্কেটিং করে ইনকাম
- গৃহিণীরা কিভাবে ঘরে বসে ইনকাম করবে উপায় জানুন
- মাসে ৫ হাজার টাকা ইনকামের টিপস দেখুন
- ঘরে বসে বিভিন্ন উপায়ে ইনকাম করা যায়
- উপসংহারঃ ঘরে বসে অনলাইনে ইনকাম করুন
ঘরে বসে অনলাইনে ইনকাম করুন
ঘরে বসে অনলাইনে ইনকাম করুন খুব সহজে এবং বিনা অর্থে। বর্তমান সময়ে মানুষ ঘরে
বসে অনলাইনের মাধ্যমে হাজার হাজার টাকা ইনকাম করে তাদের পরিবারের চাহিদা
মেটাচ্ছে। এই সময়ে আমাদের দেশে বেকারত্বর হার বেড়েই চলেছে। যেখানে সবাই একটা ভালো
চাকরির খোঁজে এদিক ওদিক ছুটে বেড়াচ্ছে। এখনকার সময়ে একটা ভালো চাকরি পাওয়া মানে
আকাশের চাঁদ হাতে পেয়ে যাওয়া। তাই সবাই চাইছে ঘরে বসে বিনা অর্থে কোন কাজ করে
ইনকাম করতে।
বিশেষ করে আমরা যারা মেয়েরা আছি তাদের জন্য ঘরে বসে এই কাজ গুলো করে ইনকাম করা
খুবই সহজ। তাই আজকের আর্টিকেল টি অবশ্যই সম্পূর্ণ পড়ার চেষ্টা করবেন। ঘরে বসে
অনেক উপায়ে ইনকাম করা যায়। তাই চলুন আলোচনা করা যাক যে কোন কোন উপায় ব্যবহার করে
আপনি অনলাইন প্লাটফর্ম থেকে ইনকাম করবেন। আর এই ইনকাম করার জন্য আপনার কোন ডিগ্রি
অর্জন করা বা সার্টিফিকেট লাগবে না। সহজ কিছু পদ্ধতি মেনে চললেই আপনি সঠিক নিয়মে
ইনকাম করতে পারবেন।
মাসে ২০ হাজার টাকা আয় করার উপায়
বর্তমানে আমাদের এই অর্থনৈতিক অবস্থাতে মাসে বিশ হাজার টাকা ইনকাম করা খুব একটা
সহজ বিষয় নয়। আপনি ঘরে বসে প্রতি মাসে কিভাবে ২০ হাজার টাকা ইনকাম করতে পারেন
সেই বিষয় নিয়েই আলোচনা করা হবে। আমাদের দেশে অর্থনৈতিক অবস্থা এতটাই নাযুক যে
অনেকের পরিবার ঠিকমতো চলতেই পারেনা। সংসার চালাতে তাদেরকে অনেক হিম সিম খেতে
হচ্ছে এর সাথে আবার বৈশ্বিক মন্দা এমন অবস্থা হয়ে দাঁড়িয়েছে যে উভয় দিকেই
বিপদ দেখা দিচ্ছে।
তবে আপনি প্রতি মাসে কিভাবে ২০ হাজার টাকা ইনকাম করতে পারবেন খুব সহজেই
এখানে বুঝানো হবে। আমাদের সমাজের বর্তমানে বেকারত্ব বেড়েই চলেছে। কর্মসংস্থানের
অভাবে মানুষ অন্য ছাড়া হয়ে যাচ্ছে। তাই এবার বেকারত্ব কে দূর করে ঘরে বসে কিছু
সময় দিয়ে ইনকাম শুরু করুন তাহলে চলুন ইনকামের সাইটগুলো জেনে নেওয়া যাক। নিচে
দেখে নিন কিভাবে অনলাইন প্লাটফর্ম ব্যবহার করে মাসে ২০ হাজার টাকা ইনকাম করতে
পারবেন।
- কনটেন্ট রাইটিং লেখালেখির মাধ্যমে।
- ফেসবুক মার্কেটিংয়ের মাধ্যমে।
- ইউটিউবে ভিডিও বানিয়ে।
- অনলাইনে বই বিক্রি করে।
- ফ্রিল্যান্সিং এর মাধ্যমে।
- গ্রাফিক্স ডিজাইনার হয়ে।
- অনলাইনে পন্য বিক্রির মাধ্যমে।
- ফটো ও ভিডিও এডিটিং করে।
- ব্লগিং করে ইনকাম।
দক্ষতা ছাড়াই ঘরে বসে ইনকাম করুন
বর্তমান যুগে ইন্টারনেটের ব্যবহার খুবই সহজ হয়ে গেছে যার কারণে অনলাইন উপার্জন
করাও সহজ হয়ে দাঁড়িয়েছে। বিশেষ কোনো ডিগ্রী বা দক্ষতা না থাকলেও অনেকেই ঘরে
বসে এই উপায় ব্যবহার করে মাসে হাজার হাজার টাকা ইনকাম করতে পারছে। শুধুমাত্র
কিছু অনলাইন প্লাটফর্ম ব্যবহার করে এবং কিছু নির্দেশনা মেনে কাজ করার ফলে ইনকাম
হচ্ছে। তাহলে জেনে নেই দক্ষতা ছাড়া কিভাবে ইনকাম করা সম্ভব বা এই কাজের জন্য
কতটুকু দক্ষতা প্রয়োজন পড়বেন। আসল কথা হল এই কাজের জন্য আপনি বাংলা টাইপিং ও
ইংলিশ টাইপিং ভালোমতো পারলেই চলবে এর জন্য আপনাকে তেমন কোন কোর্স করতে হবে না।
তাহলে জেনে নেওয়া যাক কি করলে ইনকাম আসে।
- ভিডিও দেখে টাকা ইনকাম : আপনি আপনার সুবিধামতো কয়েকটি শর্ট ভিডিও দেখেও অনলাইনে টাকা রোজগার করতে পারেন। এর জন্য আপনি রিসার্চ ফার্ম Nielson এর দ্বারস্থ হতে পারেন এছাড়া আর Inbox Dollars এ ভিডিও দেখে টাকা উপার্জন করতে পারেন।
- গেম খেলার মাধ্যমে ইনকাম : আপনি গেম খেলেও কয়েকটি ওয়েবসাইটের মাধ্যমে টাকা উপার্জন করতে পারবেন। ওয়েবসাইট গুলোর নাম উল্লেখ করা হলো Mistplay, Lucktastic, Swagbucks, And Second life এগুলো দিয়ে গেম গেম খেলে কার্ডের আকারে আপনাকে অর্থ প্রদান করা হবে।
- পুরনো গিফট কার্ড বিক্রি করে : আপনার কাছে যদি কোন গিফট কার্ড থেকে থাকে সেগুলো বিক্রি করে ইনকাম করতে পারেন। আপনার কাছে জমে থাকা কার্ডগুলোকে কার্ড ক্যাশ এর মাধ্যমে অনলাইনে বিক্রি করে আপনি লোভনীয় ক্যাশব্যাক পেতে পারেন।
হাতে থাকা মোবাইল দিয়ে ইনকাম করুন
বর্তমান সময়ে আপনার ব্যবহার করা হাতে থাকা ফোনটি দিয়ে অনলাইনে ইনকাম করতে
পারেন। আপনার অ্যান্ড্রয়েড ফোন ব্যবহার করে ইনকামের অনেক উপায় রয়েছে সেগুলা
আপনাকে আগে জানতে হবে এবং এই বিষয়ে আপনার ঘাটতি থাকলে একটু চেষ্টা করবেন আগে
থেকে ভালোভাবে শিখে নিতে চলুন সেগুলা কি আলোচনা করা যাক।
- লেখালেখি করে ইনকাম : আপনি আপনার ফোন দিয়ে ওয়েবসাইটের মাধ্যমে অনেক ধরনের বিষয়বস্তু অথবা গল্প লিখে ইনকাম করতে পারেন অথবা এই লেখাগুলোকে অন্যদের ওয়েবসাইটে বিক্রি করে সেখান থেকে অর্ধ পেতে পারেন।
- পোর্টফোলিও পরিচালনা : আপনি আপনার পোর্টফোলিও পরিচালনা করতে ক্লাইন্ট এর কাছে আপনার কাজ প্রদর্শন করতে আপনার মোবাইল ফোন ব্যবহার করতে পারেন।। ড্রপবক্স একটি দরকারি অ্যাপ যা আপনাকে আপনার সেরা লেখার নমুনা সহ বড় ফাইলগুলিকে সহজেই ভাগ করে দিবে।
- ভিডিওর মাধ্যমে ইনকাম : আপনার হাতে থাকা মোবাইল দিয়ে আপনি কিছু ভিডিও এডিটিং শেখার পরে প্রতিদিন কিছু ভিডিও বানিয়ে ইউটিউব বা ফেসবুকে আপলোড করবেন। এবং মানুষ যা পছন্দ করছে সে ধরনের ভিডিও বানিয়ে মানুষকে আকর্ষণ করে সেখান থেকে ইনকাম করতে পারবেন।
- ব্লগার হয়ে : আপনার লাইফ স্টাইল যেমন আপনার কাজ আপনার ঘোরাফেরা আপনার অভিজ্ঞতা এ ধরনের বিভিন্ন বিষয়বস্তু নিয়ে ভিডিও করে ব্লগ বানিয়ে প্রতিদিন আপলোড করে ইনকাম করতে পারবেন।
- বিজ্ঞাপনে আয় : অনলাইনে ভিডিওর মাধ্যমে অর্থ উপার্জনে একটি ভালো অপশন হল বিজ্ঞাপন আয়ের মাধ্যম। বিজ্ঞাপন দেখানোর ফলে আপনি ওখান থেকে নির্দিষ্ট একটা কমিশন পাবেন এখান থেকে ইনকাম হবে।
- ভিডিও বিক্রি করে ইনকাম : আপনার প্রতিদিনের সকল বিষয়বস্তু নিয়ে ভিডিও ক্লিপ ক্যাপচার তৈরি করুন। আপনি Shutterstock, istock & Adobe stock এর মতো সাইটে আপনার বানানো ভিডিও গুলো বিক্রি করে ইনকাম করতে পারেন।
Apps ব্যবহার করে ইনকামের উপায়
বর্তমান সময়ে অ্যাপস ব্যবহার করে ইনকাম করা সম্ভব হচ্ছে। মোবাইল ফোন আর
ইন্টারনেটের যোগাযোগের মাধ্যম নয় এগুলো এখন আমাদের আয়ের একটি উৎস হয়ে
দাঁড়িয়েছে। বিশেষ করে যারা বাড়িতে বসে আছেন বেকার ঘুরে বেড়াচ্ছেন বা অফিসের
কাজের বাইরে কিছু করার চেষ্টা করছেন এছাড়াও কিছু গৃহিণী রয়েছেন যাদের জন্য এই
কাজগুলো খুবই ভালো হবে। আমরা অনেকেই অনলাইনে আয়ের পথ খুঁজে বেড়াই ইউটিউবে
ভিডিও দেখিয়ে ফেসবুক গ্রুপে ঘোরাঘুরি করি কিন্তু সঠিক কোন দিক নির্দেশনা না
পাওয়ায় কোন কিছু করতে পারিনা।
আবার কোন কিছু করা শুরু করলেও আমাদের ধৈর্যের অভাবে সেটা থেকে দূরে চলে যাই।
আপনি যদি প্রতিদিন নির্দিষ্ট কিছু সময় বের করে অ্যাপগুলোর মাধ্যমে কাজ করেন
তাহলে একটা ইনকামের সোর্স তৈরি হবে। যারা ফ্রিল্যান্সিং শুরু করতে চান বা পার্ট
টাইম জব এর পাশাপাশি কাজটা কেউ রাখতে চান তাদের জন্য খুবই ভালো হবে। এবার চলুন
অ্যাপস গুলোর নাম জেনে নেওয়া যাক।
- Pocket money apps
- Work up job apps
- Make money cash apps
- Tuskbocs apps
- Cointiply apps
- Dream 11 apps
- Five survice apps
- Toloka apps
এই অ্যাপসগুলো যে ইনকাম করার জন্য প্রথমে আপনাকে গুগল প্লে স্টোর থেকে এই
অ্যাপস গুলো সার্চ করে ইন্সটল করে নিতে হবে। তারপরে ছোট ছোট যে সেটিংস বা
কাজগুলো থাকবে সেগুলা ঠিক করে নিয়ে মেইন কাজ শুরু করবেন। গুগল প্লে
স্টোর থেকে ইনস্টল করা সুযোগ আছে খুব সহজে এবং অ্যাকাউন্ট ভেরিফাই করার জন্য
কোন টাকার প্রয়োজন পড়ে না।
তবে ইনস্ট্যান ভেরিফাই করতে চাইলে দুই ডলারের মত করতে পারেন। এখন কাজের ধরন হলো
ইউটিউবে ভিডিও দেখা ফেসবুকে ভিডিও দেখে লাইক কমেন্ট শেয়ার করা বিভিন্ন
ওয়েবসাইটে ভিজিট করা এগুলো প্রতিটি কাজের জন্য একটা নির্দিষ্ট প্রেমেন্ট থাকে
যা আপনি ঠিকাসো নগদের মাধ্যমে শুনতে পারবেন। আপনাকে ২৪ থেকে ৭২ ঘণ্টার মধ্যে এই
টাকাটা পাঠিয়ে দেওয়া হবে।
ফেসবুক মার্কেটিং করে ইনকাম
ডিজিটাল বিশ্বে অনলাইনে অর্থ উপার্জন করার অনেক দিক রয়েছে। শুধুমাত্র আপনাকে
ভালোমতো জানতে হবে কিভাবে এই অনলাইন থেকে টাকা ইনকাম করা যায়। অনলাইন ইনকামের
মধ্যে একটি গুরুত্বপূর্ণ হলো ফেসবুক মার্কেটিং করে ইনকাম। ফেসবুক বিশ্বের
অন্যতম প্রধান সোশ্যাল মিডিয়ার প্ল্যাটফর্মের মধ্যে থাকা একটি। ছোট থেকে বড়
সকলেই ফেসবুক সম্পর্কে ধারণা রাখে।তাই এই ফেসবুক মার্কেটিং করে খুব সহজে অনেক
টাকা ইনকাম করা যাচ্ছে। তাহলে চলুন ইনকামের ধাপগুলো বা কি কি উপায় রয়েছে
এগুলো আগে জেনে আসি।
- ফেসবুক মার্কেটপ্লেস : ফেসবুক মার্কেটপ্লেস একটি চমৎকার প্ল্যাটফর্ম যেখানে লোকাল প্রোডাক্ট বিক্রি করে খুব সহজে ইনকাম করা যায়। আপনার আশেপাশে থাকা ঐতিহ্যবাহী খাবার হাতে তৈরি করা কাপড় ঘর সাজানো আসবাবপত্র এ ধরনের বিভিন্ন জিনিস দিয়ে মার্কেটপ্লেসে বিক্রয় করতে পারেন। আপনার এই প্রোডাক্টগুলো আপনার শ্রোতাদের কাছে ফেসবুক মার্কেটপ্লেস ব্যবহার করে পৌঁছে দিবেন যেন তারা সহজেই আপনার প্রোডাক্ট সম্পর্কে জানতে পারে।
- স্পন্সর পোস্ট : আপনি চাইলে স্পন্সার করা পোস্ট গুলির জন্য তাদের ব্যবসার প্রচার ও সহযোগিতা করে ইনকাম করতে। স্পন্সর করা পোস্টগুলির ব্যাপারে আপনি আগে ভালোভাবে জেনে নিন তারপরে আপনার শ্রোতাদের কাছে সেই প্রোডাক্টগুলোর সার্ভিস তুলে ধরুন এর বিনিময়ে বিক্রি বেশি হবে সেখান থেকে আপনার কমিশন আসবে।
- ফেসবুক পেজ খুলে ইনকাম : যারা ঘরে বসে থাকে বিশেষ করে গৃহিণীরা রয়েছেন তারা একটা ফেসবুক পেজ খুলে রান্নার ভিডিও বা অন্যান্য আনুষঙ্গিক ভিডিও করে আপলোড করতে পারেন এতে করে আপনার ভিডিও ভিউ হওয়া শুরু করলে আপনি মনিটাইজেশন পেয়ে যাবেন এবং একসময় ইনকাম শুরু হয়ে যাবে।
- অনলাইনে শিক্ষকতা করে : বর্তমান সময়ে অনেক শিক্ষিত যুবক রয়েছেন যারা অনলাইনে কোচিং করিয়ে থাকেন। ফেসবুকের মতো সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে অনলাইন কচিং বা পরামর্শের মাধ্যমে আপনার জ্ঞান এবং দক্ষতা শেয়ার করুন। এতে করে দেখতে পাবেন অনেকেই আপনার সাথে যোগাযোগ করবে অনলাইনে শিক্ষা নেওয়ার জন্য।
- পণ্য তৈরি করে ইনকাম : আপনি যদি একজন ভালো কারিগর হন তাহলে ফেসবুকে আপনার তৈরি করা ছবি তুলে পোস্ট করুন এতে করে সবাই আগ্রহী হবে আপনার পণ্য দেখে কিনতে চাইবে আর এভাবেই আপনার ইনকাম হবে।
গৃহিণীরা কিভাবে ঘরে বসে ইনকাম করবে উপায় জানুন
আমাদের বেশিরভাগ গৃহিনীরাই সারাদিন বাসায় থাকে। তাদের জন্য ঘরে থেকেই অনেক
ইনকামের উপায় রয়েছে যা দারা তারা সহজে ইনকাম করতে পারে। যদিও বাড়িতে আনন্দ
লোকজনের চেয়ে গৃহিণীরা একটু বেশিই কাজ করে থাকে কিন্তু সেগুলোর কোন আর্থিক
মূল্য নেই। তারা পরিবারের সবার জন্য ভালোবেসে দায়িত্ব নিয়ে সকল কাজ করে
থাকে।
তবে সকলেরই জানা উচিত সব কিছু পাশাপাশি আর্থিক দিকেও স্বচ্ছলতা থাকা উচিত। এ
কারণে মহিলাদের জন্য শেয়ার করব যারা ঘরে বসেই এই সাইটগুলো ব্যবহার করে ইনকাম
করতে পারবেন। তাহলে চলুন জেনে নেওয়া যাক কি কাজ করে মহিলারা ইনকাম করতে পারবে
ঘরে বসে।
- ফ্রিল্যান্সিং করে : প্রথম ফ্রিল্যান্সিংয়ের কথা বলছি এ কারণেই যে একজন মহিলা ঘরে বসে খুব সহজে ফ্রিল্যান্সিং করে ইনকাম করতে পারবে। এর কারণে তাকে ঘরের বাহিরে যেতে হবে না শুধু মাস শেষে টাকাটা তোলার জন্য বের হতে হবে। এছাড়া সমস্ত কাজ ঘরে বসেই একটা ওয়েবসাইট তৈরি করে লেখালেখির মাধ্যমে অনেক টাকা ইনকাম করতে পারবে।
- সেলাই মেশিন দিয়ে ইনকাম : অনেক মেয়েরা আছেন যারা সেলাই মেশিনে কাজ করতে জানেন। তারা বাহির থেকে অর্ডার নিয়ে কাজ করতে পারলে একটা ভালো পারিশ্রমে পাবে। আবার চাইলে নিজের পোশাক তৈরি করে নিজের ওয়েবসাইটে ভালো দামে পণ্যগুলো বিক্রি করতে এতে করে বেশি উপার্জনা হবে।
- কনটেন্ট তৈরি করে : অনলাইন প্লাটফর্ম ব্যবহার করে যেমন facebook বা youtube ব্যবহারের মাধ্যমে কনটেন্ট তৈরি করে প্রতিদিন আপলোড দেওয়ার ফলে এখান থেকে অনেক ভালো টাকা ইনকাম আসবেন। এর জন্য শুধু অনলাইন একটা চ্যানেল অথবা পেজ খুলে কাজ করা শুরু করলেই হয়ে যাবে।
- খাবার রান্না করে বিতরণ : যারা শহরে থাকেন আশেপাশে দেখবেন অনেক ছেলে বা মেয়েদের মেস থাকে অথবা কোন অফিস থাকে যেখানে তারা অর্থ দিয়ে খাবার কিনে থাকে। আপনি চাইলে প্রতিদিন রান্না করে খাবার বিতরণ করার মাধ্যমে টাকা ইনকাম করতে পারেন।
- হোম ডেলিভারি দিয়ে : অনেক মহিলারা আছেন যারা রান্না করতে অনেক এক্সপার্ট। তাই আপনারা চাইলে কিছু কেক পুডিং বা অন্যান্য খাবার তৈরি করে হোম ডালির বাড়ি দেওয়ার মাধ্যমে ভালো টাকা ইনকাম করতে পারবেন।
- প্রাইভেট পরিয়ে ইনকাম : যে সকল মেয়েরা পড়াশুনা শেষ করে তেমন চাকরি পাচ্ছেন না। তারা চাইলে ঘরে বসে প্রাইভেট কা কোচিং করিয়ে অনেক টাকা ইনকাম করতে পারেন। তবে এর জন্য আপনি আগে ফেসবুকে পোস্ট বা বিজ্ঞাপনের মাধ্যমে সবাইকে আপনার দক্ষতা সম্পর্কে জানিয়ে দিবেন এতে করে আপনার ইনকাম বৃদ্ধি হবে।
মাসে ৫ হাজার টাকা ইনকামের টিপস দেখুন
অনেক স্টুডেন্টরা আছেন যারা পড়াশোনা চলাকালীন সময়ে মাসে ৫০০০ টাকা ইন্টারনেট
জন্য অনেক উপায় খুঁজে বেড়াচ্ছেন যেন নিজের খরচ নিজে বহন করতে পারেন। তো সেই
জায়গা থেকে আপনাদের জন্য কিছু শেয়ার করব যেগুলার মাধ্যম দিয়ে মাসে ৫০০০ টাকা
টেনশন করা সম্ভব হবে। তাহলে চলুন জেনে নেওয়া যাক কি সেই মাধ্যম গুলো।
- অনলাইনে কোচিং বা কোর্স বিক্রি করে : আপনার যদি ইংরেজি গণিত বা অন্যান্য সাবজেক্টে পরানের ভাল দক্ষতা থাকে তাহলে অনলাইন প্লাটফর্ম ব্যবহার করে শিক্ষা প্রদান করে মাসে হাজার টাকা ইনকাম করতে পারবেন।
- ফেসবুক রিলস তৈরি করে : আপনি সারাদিনে কি করছেন কোথায় যাচ্ছেন কি খাচ্ছেন ইত্যাদি বিষয়ে ছোট ছোট ভিডিও করে রেলস আকারে পাবলিশ করে এখান থেকে ভালো ইনকাম করতে পারেন।
- ফুড ডেলিভারি দিয়ে ইনকাম : বড় বড় যেখানে রেস্টুরেন্ট রয়েছে সেখানে ডেলিভারি ম্যান এর প্রয়োজন পড়ে তো আপনি চাইলে পড়াশোনার পাশাপাশি ফুড ডেলিভারি দিয়ে মাসে ৫০০০ টাকা ইনকাম করতে পারেন বায়ের বেশিও হতে পারে।
- বিভিন্ন শপে চাকরি নিয়ে ইনকাম : আপনি যখন যে শহরে থাকেন সেখানে বড় কোন শপিংমলে একটা পার্টটাইম জব নিতে পারেন। এতে করে পড়াশোনার পাশাপাশি এই কাজের মাধ্যমে আপনার ইনকাম হবে।
- ফ্রিল্যান্সিং করে : আপনি চাইলে পড়াশোনার পাশাপাশি ঘরে বসে বাপি কি সাহায্যে কিছু সময় দিয়ে ফ্রিল্যান্সিং করে ইনকাম করতে পারেন।
ঘরে বসে বিভিন্ন উপায়ে ইনকাম করা যায়
বর্তমান সময়ে ঘরে বসে বিভিন্ন উপায়ে ইনকাম করা সম্ভব হচ্ছে। দিন যত আধুনিক
থেকে আধুনিকতা হচ্ছে অনলাইনে ইনকাম তত বৃদ্ধি পাচ্ছে। তাই আর সময় নষ্ট না করে
এখন থেকে চেষ্টা করুন আপনার ভবিষ্যৎ স্ট্রং করার। এর জন্য ঘরে বসে যে উপায়
গুলো রয়েছে ব্যবহার করুন। উপরে অনেক উপায়ে আলোচনা করা হয়েছে এরপরে আরো কিছু
উপায় নিচে আলোচনা করা হলো।
- ঘরে বসে অ্যাফিলিয়েট মার্কেটিং করে ইনকাম : অ্যাফিলিয়েট মার্কেটিং হল আপনার ওয়েবসাইটে অন্যর প্রোডাক্ট প্রচারের মাধ্যমে বিক্রি করা। আপনি যতগুলো প্রোডাক্ট বিক্রি করে দিতে পারবেন থেকে একটা কমিশন পাবেন।
- ঘরে বসে হন ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট: বর্তমান সময়ে ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্টের চাকরি খুবই জনপ্রিয়। আপনি ঘরে বসে পৃথিবীর যে কোন জায়গা থেকে যে কোন কোম্পানির সাথে ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট হতে পারেন। এতে করে আপনাকে যে কাজগুলো দেওয়া হবে সেগুলা কমপ্লিট করে ইনকাম করতে পারবেন।
- ফাইবারে আপওয়ার্কিং করে ইনকাম : যারা একটু অনলাইনের জগতে বেশি এক্সপার্ট আছে তারা ফাইবারে একটা একাউন্ট খুলে বায়ারদের সাথে কাজ করে মাশাল্লাহ লক্ষ টাকা ইনকাম করতে পারেন।
- গ্রাফিক ডিজাইন করে ইনকাম : ঘরে বসে গ্রাফিক ডিজাইন করে প্রতিমাসে হাজার হাজার টাকা ইনকাম করুন। এর জন্য আপনাকে আগে গ্রাফিক ডিজাইন শিখতে হবে আপনি যদি একজন ভালো ট্রাফিক ডিজাইনার হতে পারেন সে ক্ষেত্রে মাসে লাখ টাকার উপরে ইনকাম করতে পারবেন।
উপসংহারঃ ঘরে বসে অনলাইনে ইনকাম করুন
ঘরে বসে অনলাইনে ইনকাম করুন খুবই সহজে। বর্তমান সময়ে সকল দিকে ইন্টারনেটের
ব্যবহার বৃদ্ধি পাচ্ছে। আর সেই সুযোগ কাজে লাগিয়ে আপনি খুব সহজে অনলাইনে ইনকাম
এর সোর্স তৈরি করতে পারবেন। এতে করে আপনাকে খুব একটা আর্থিক খরচ করতে হবে না।
আপনি ঘরে বসে ফ্রিল্যান্সিং করে, ইউটিউব মার্কেটিং করে, ফেইসবুক মার্কেটিং করে,
অ্যাফিলিয়েট মার্কেটিং করে, গ্রাফিক ডিজাইন করে, ফাইভারে একাউন্ট খুলে, ভিডিও
এডিটিং করে, আর্টিকেল রাইটিং লিখে ঘরে বসে বিভিন্ন উপায়ে ইনকাম করতে
পারবেন।
তো এখন আপনি নির্বাচন করুন যে আপনি কোন উপায়ে অনলাইন ইনকাম করতে চাচ্ছেন আর
অবশ্যই আপনার যে উপায়টা ভালো লাগবে কমেন্টে জানিয়ে দিবেন। আমি ব্যক্তিগতভাবে
বলতে পারি বর্তমান সময়ে অনলাইনে ইনকাম যে হারে বৃদ্ধি পাচ্ছে ভবিষ্যতে এর
দ্বিগুণ হয়ে যাবেন তাই আপনারাও সময় নষ্ট না করে অনলাইনে ইনকামের দিকে চলে
আসুন।
আর অবশ্যই চেষ্টা করবেন সম্পূর্ণ আর্টিকেল টি মনোযোগ দিয়ে পড়ার। আমার লেখা
আর্টিকেলটি পরে যদি ভালো লাগে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করে যেন তারাও এগুলো
সম্পর্কে জানতে পারে এবং পরবর্তী আপডেট পেতে শিখতে চাই ব্লক ওয়েবসাইটের সাথেই
থাকুন। আমার লেখার মধ্যে কোন ভুল ত্রুটি হলে দয়া করে ক্ষমা করবেন
ধন্যবাদ।
অর্ডিনারি আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।
comment url