চুলে মেহেদী পাতা লাগানোর ১৫ টি উপকারিতা দেখুন

 

মেহেদি পাতার উপকারিতা সম্পর্কে অনেকেই মনে করে থাকেন যে চুলের ক্ষেত্রে ব্যবহার করা যায়। কিন্তু এই মেহেদী পাতার মধ্যে এমন কিছু উপকারিতা লুকিয়ে রয়েছে যা জানলে আপনি নিজেও অবাক হবেন। 

মেহেদি-পাতার-উপকারিতা

মেয়েটি পাতা সম্পূর্ণ একটি প্রাকৃতিক উপাদান যা প্রাচীনকাল থেকে যুগে যুগে চুল ও ত্বকের যত্নে ব্যবহৃত হচ্ছে। 

সূচিপত্রঃ মেহেদি পাতার উপকারিতা

মেহেদি পাতার উপকারিতা

মেহেদি পাতার উপকারিতা সম্পর্কে আমরা অনেকেই মনে করি এটি শুধু আমাদের চুলের স্বাস্থ্য ভালো রাখে। কিন্তু চুলের স্বাস্থ্য ভালো রাখার পাশাপাশি এই পাতা আমাদের অনেক সমস্যার সমাধান করে থাকে। এটা সম্পূর্ণ প্রাকৃতিক এবং রাসায়নিক মুক্ত ভেষজ উপাদান। এই মেহেদী পাতার আরো কিছু নাম রয়েছে যেমন মেহেদী, মেহেন্দি, হেনা ও মেন্দি নামে পরিচিত। 

পৃথিবীর অনেক দেশেই এই মেহেদী পাতার ব্যবহার রয়েছে। বাংলাদেশে এই পাতাটির ব্যবহৃত সবচেয়ে বেশি হয়ে থাকে ঈদে এবং বিয়ের কোন অনুষ্ঠানে। মেহেদী পাতার মধ্যে লসোন নামক একপ্রকার পদার্থ রয়েছে যা আমাদের হাতকে রং করতে সাহায্য করে। হাত রাঙানোর পাশাপাশি এই মেহেদী পাতার বিভিন্ন সুগন্ধিও তৈরি করা হয়। 

আরো পড়ুনঃ নিম পাতার উপকারিতা ও অপকারিতা নিয়ে বিশেষ আলোচনা

আজকে আর্টিকেলটি আলোচনা করা হবে এই পাতার গুনাগুন এবং এটা রস খেলে আমরা কি কি উপকার পেতে পারি কিভাবে আমাদের ত্বকেও চুলে ব্যবহার করতে পারি এ সকল প্রশ্নের উত্তর নিয়ে।তাহলে চলুন এই পাতার উপকারিতা সম্পর্কে বিস্তারিত জেনে আসি। 

  • টাক মাথা দূর করেঃ যাদের চুল পড়ে একদম মাথা টাক হয়ে গেছে বা পূর্ব থেকেই মাথা টাক তারা নতুন করে চুল গজানোর জন্য সরিষার তেলের মধ্যে মেহেদি পাতা দিয়ে চুলায় জাল করে সেই তেল নিয়মিত মাথায় মালিশ করার ফলে টাকমাথা দূর হয় নতুন চুল গজায়।
  • জীবাণুনাশক হিসেবে কাজ করেঃ যাদের শরীরে ঘামাচি বা বিভিন্ন ধরনের চুলকানি দেখা দেয় এবং চুলকানির পরে খুবই জ্বালাপোড়া করে তাই এই যন্ত্রণা থেকে বাঁচার জন্য আপনি মেহেদি পাতা বেটে সেই স্থানে লাগিয়ে নিতে পারেন এতে করে দ্রুত ঠিক হয়ে যাবে।
  • মুখের ঘা সাড়িয়ে তোলেঃ যাদের মুখের মধ্যে মাঝেমধ্যে ঘা হয় দেখা যায় ভাত খাওয়ার সময় ঝাল ধরে তারা চাইলে মেহেদী পাতার গুড়া পানিতে মিশিয়ে সেই পানি দিয়ে কুলকুচি করার ফলে তার মুখের ঘা ভালো হয়ে যায়।
  • হাতে পায়ের ঘা সারাতে কাজ করেঃ অনেক পুরুষ বা মহিলা আছে বিশেষ করে যারা গ্রামে জমিতে কাজ করে এবং বর্ষার সময় অতিরিক্ত পানিতে থাকে যার কারণে হাত ও পায়ের আঙ্গুলের গুড়া দিয়ে সাদা রংয়ের এক ধরনের ঘা দেখা যায় সেই ঘাটে যদি মেহেদী পাতা বেটে নেয়া হয় তাহলে খুব দ্রুত সেই ঘা টা শুকিয়ে যাবে। 
  • কেনি দাবা ভালো করেঃ অনেক মানুষ আছে যাদের হাতের এবং পায়ের আঙ্গুলের নখের কোনা দিয়ে ঘা হয়ে ফুলে যায় এবং খুবই যন্ত্রণা করে ভিতর থেকে পূজ আসে। এই সমস্যা দূর করার জন্য মেহেদি পাতার সেই স্থানে ব্যবহার করলে ঠিক হয়ে যায়।
  • খুশকি দূর করেঃ যাদের মাথায় অতিরিক্ত খুশকি রয়েছে তারা যদি এই উপাদানটি ব্যবহার করতে পারেন খুব দ্রুত আপনার মাথার খুশকি ধ্বংস হয়ে যাবে। মেহেদী পাতার সাথে একটু মেথি ও পেঁয়াজের রস আরেকটু লেবুর রস একসাথে মিক্স করে মাথায় মাখলে উপকার মিলবে।
  • চুলের আগা ফাটা রোধ করেঃ অনেক মহিলাদের মাথায় দেখা যায় অনেক চুল রয়েছে কিন্তু চুলের আগা ফেটে ফেটে ঝরে যাচ্ছে। একটি চুল থেকে দুইটি করে আগা বের হচ্ছে এরকম চুলের জন্য মেহেদি পাতা ব্যবহার করলে আগা ফাটা রোদ হয় এবং চুলের স্বাস্থ্য রক্ষা পায়।
  • নেইল পলিশ হিসেবে ব্যবহারঃ অনেক মেয়েরা আছে যারা নখে নেইল পলিশ ব্যবহার করে না কিন্তু তারা চাইলে এই মেহেদী পাতা দিয়ে তাদের নখগুলো নেল পলিসের মত রঙিন করে তুলতে পারে।
  • সাদা চুল রং করতেঃ অনেকেই রয়েছে অল্প বয়সে চুল পেকে সাদা হয়ে যায় তারা সৌন্দর্য বৃদ্ধির জন্য সাদা চুলের উপরে মেহেদী পাতা ব্যবহার করে চুল কালার করে রাখতে পারে এতে করে দেখতে অনেকটাই সুন্দর লাগে। 
  • বয়সের ছাপ দূর করেঃ আপনারা অনেকেই তো মুখে ফেসপ্যাক ব্যবহার করেন দেখা যায় ফেসটা হিসেবে বেছে নেন উপ্টান, মুলতানি মাটি, স্ক্রাবসহ বেশ কিছু উপাদান তাই আপনি যদি এগুলোর সাথে কয়েক চিমটি মেহেদী পাতার গুড়া মিশিয়ে নেন তাহলে আপনার স্কিন টানটান থাকবে এবং ব্রণের সমস্যা থাকলে তা দূর হবে।
  • ইনফেকশন দূর করেঃ মেহেদি পাতার মধ্যে থাকা অ্যান্টি ব্যাকটেরিয়াল যা ব্যবহারের ফলে আমাদের চুলের মধ্যে লুকিয়ে থাকা ইনফেকশন গুলোকে দূর করে এবং চুলের স্বাস্থ্য ঠিক রাখে চুল পড়া রোধ করে, নতুন চুল গজায় এবং চুল ঝলমলে কালো ও দেখতে সুন্দর লাগে।
  • পা ফাটার সমাধান করেঃ আমরা সকলেই জানি শীতকালে অনেকেরই পা ফাটে কিন্তু এর মধ্যে কিছু ব্যতিক্রম মানুষ রয়েছে যাদের বারোমাসি পা ফাটার সমস্যা রয়েছে তাই তারা মেহেদী পাতা বেটে সে প্রলেপ ফাটা জায়গায় আধাঘন্টা লাগিয়ে রাখলে পা ফাটা দূর হবে।
  • ঘুমের সমস্যা দূর করেঃ মেহেদি পাতার রস নিয়মিত খাওয়ার ফলে যাদের ঘুমের মধ্যে সমস্যা রয়েছে সেগুলোকে দূর করে যেমন ইনসোমনিয়া সমস্যা ঠিক হয়। 

চুলে মেহেদি পাতা লাগালে কি হয়

আপনি কি জানেন চুলে মেহেদী পাতা লাগালে কি হয়? তাহলে চলুন জেনে নেই যে চলে মেহেদী পাতা লাগালে কি হয়। রুপবিশেষজ্ঞরা বলেন যে বাজারে যে সকল মেহেদী ঘোড়া পাওয়া যায় তার মধ্যে বেশিরভাগই রাসায়নিক যুক্ত থাকে। তাই সেগুলো ব্যবহার না করে আপনি যদি ঘরোয়াভাবে মেহেদী পাতা পাটায় বেটে তুলে লাগাতে পারেন তাহলে উপকার মিলবে। 
মেহেদি-পাতার-উপকারিতা
সকলেই তো সুন্দর চুল আশা করে থাকে। কিন্তু সবারই কি আর সেই আশা পূরণ হয়। তবে আপনি কিছু কাজ করার ফলে এবং আপনার অভ্যাসে কিছু পরিবর্তন আনার কারণে সেই আশা পূরণ করতে পারেন।ঠিক তেমনি উপাদান হলো মেহেদী পাতা। 

চুল সুন্দর রাখার জন্য যে সকল প্রাকৃতিক উপাদান রয়েছে তার মধ্যে মেহেদী পাতা অন্যতম। এটি ব্যবহারের ফলে যে শুধু চুলকেই সুন্দর রাখে তা নয় পাশাপাশি আমাদের শারীরিক সমস্যা ঠিক রাখে তাহলে চলুন তুলে মেহেদি পাতা দিলে কি হয় সেগুলো জেনে নিন। 
  • চুল পড়া বন্ধ করে
  • নতুন চুল গজায়
  • চুলের আগা ফাটা দূর করে
  • চুলের খুশকি ধ্বংস করে
  • চুল ঝলমলে কালো করে
  • চুল সিল্কি করে
  • মাথার ত্বক ভালো থাকে
  • মাথা ঠান্ডা থাকে
  • সাদা চুল লাল করা যায়

চুলে মেহেদী পাতা লাগানোর নিয়ম

চুলে মেহেদি পাতা তো অনেকেই দিয়ে থাকেন। কিন্তু কয়জন আছেন যারা সঠিক নিয়ম মেনে ব্যবহার করে থাকেন। আপনি যদি সঠিকভাবে এপ্লাই করতে পারেন তাহলে আপনার কল্পনার চেয়ে বেশি উপকৃত হবেন। সকলেই তো চায় তার কাঙ্খিত লক্ষ্যে পৌঁছাতে আর তাই একটু তো পরিশ্রম করতেই হবে। তাহলে চলুন মেহেদী পাতা লাগানোর নিয়ম জেনে নেই। 
  • মেহেদি পাতা লাগানোর পূর্বে আপনার চুল ভালোভাবে শ্যাম্পু করে ধুয়ে নিবেন এরপরে সেই চুল শুকিয়ে তারপরে মেহেদি পাতার পেস্ট লাগাবেন।
  • মেহেদী পাতার সাথে আমলকির গুঁড়া, মেথির গুঁড়া, লেবুর রস,  টক দই, ডিমের সাদা অংশ ও আলোক লতারের রস এগুলা সব একসাথে মিলে একটি পেস্ট তৈরি করুন এবং সেটি ব্যবহার করুন।
  • সকালের দিকে এই পেস্ট ব্যবহার করবেন এবং চুল শুকিয়ে যাওয়ার পর অর্থাৎ দুই থেকে তিন ঘণ্টা পর শ্যাম্পু দিয়ে ভালোমতো ধুয়ে ফেলুন। 
  • মেহেদী পাতা, আধা কাপ নিমপাতা ও আধা কাপ তুলসী পাতা একসাথে পাটায় বেটে মিশ্রণ তৈরি করে ব্যবহার করতে পারেন। 
  • আপনি মেহেদি পাতার গুড়া বানিয়ে বাসায় রেখে দীর্ঘদিন যাবত নিতে পারেন। এতে করে প্রতিদিন  বাটাবাটির ঝামেলা ছাড়াই ঘরে রেখে এই গুড়া ব্যবহার করতে পারেন।
  • এটা ব্যবহার করতে খুব একটা ঝামেলা হয় না তবে এটি মাথায় নেওয়ার সময় আপনার হাত লাল হয়ে যাবে তবে আপনি চাইলে হাতে একটি পলিব্যাগ বেঁধে নিতে পারেন। 

মেহেদি পাতার রস খেলে কি হয়

নিয়মিত মেহেদী পাতার রস খাওয়ার ফলে আপনার অনেক উপকার হবে। আপনি যদি মেহেদী পাতার গুড়া এবং তার বীজ গুড়া করে রস বানিয়ে খেতে পারেন তাহলে আপনার শরীরের অনেক সমস্যা দূর হবে। কিন্তু কিছু ব্যতিক্রম মানুষ আছে যাদের শরীরে এলার্জির প্রতিক্রিয়া টা বেশি তাদের জন্য এই পাতার রস খাওয়া একটু সমস্যা। 

অতিরিক্ত অ্যালার্জি থাকার কারণে মেহেদী পাতার রস খাওয়া বা ত্বকে ব্যবহার করার ফলে দেখা যায় অনেক সময় শরীরের মধ্যে লালচে লালচে র‍্যস বের হচ্ছে। আবার দেখা যাবে শরীরে চুলকানির উপদ্রব হচ্ছে। তাই এরকম মানুষ থাকলে তারা এটি ব্যবহার করা বা খাওয়া থেকে দূরে থাকাই উত্তম। 

আবার অনেকের মনে প্রশ্ন রয়েছে, গর্ভবতী মহিলারা মেহেদী পাতার রস খেলে কি গর্ভপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। এটি সম্পূর্ণ ভুল ধারণা কারণ এটি খেলে আপনার গর্ভধারণের কোন সমস্যা হবে না।তাহলে চলুন জেনে নেই মেহেদি পাতার রস খেলে কি কি গুনাগুন পাওয়া যাবে। 
  • রক্তচাপ নিয়ন্ত্রণে থাকে
  • হৃদপিণ্ড ভালো থাকে
  • হার্ট অ্যাটাকের ঝুঁকি কম থাকে
  • পেটের সমস্যা দূর হয়
  • গ্যাস্টিকের সমস্যা ভালো হয়
  • মাথাব্যথা দূর হয়
  • বয়সের ছাপ কমে যায়
  • ক্ষত বা ঘা  শুকাতে সাহায্য করে
  • ঘুম ভালো হয়

মেহেদি পাতার সাথে কোন কোন উপাদান মিক্স করা যায়

মেহেদী পাতার সাথে কোন কোন উপাদান মিক্স করে আমরা সেই মিশ্রণটিকে আরো উন্নত করতে পারি সেটা নিয়ে এখন আলোচনা করা হবে। যে জিনিসটা আমাদের জন্য ভালো সেটা আমরা যেভাবেই ব্যবহার করি না কেন ঠিক সেখান থেকেই আমাদের জন্য কল্যাণ নিয়ে আসে। তাই মেহেদী পাতাও আপনি যেভাবে ব্যবহার করেন না কেন উপকার মিলবেন। 

বর্তমানে আমাদের দেশের মেয়েরা তাদের হাত রাঙাতে মেহেদী ব্যবহার করে থাকে। এছাড়াও পাশাপাশি চুলের যত্নে খুবি জনপ্রিয় ভূমিকা রেখেছে এই মেহেদী পাতা। তাহলে জেনে নেই চলুন উপাদানগুলো কি কি এবং কিভাবে দিতে হবে। 
  • মেহেদি পাতার সাথে আমলকির গুঁড়া, মেথির গুড়া, লেবুর রস, ডিমের সাদা অংশ, আলোক লতারের রস ও টক দই মিশিয়ে একটি মিশ্রণ তৈরি করে ব্যবহার করতে পারেন।
  • মেহেদী হাতে লাগিয়ে ভালো রং পাওয়ার জন্য এটা হাতে লাগানোর সময় আপনার হাতে পান খাওয়ার খর এর সাথে মিশিয়ে নিবেন তাহলে ভালো রং পাওয়া যাবে।
  • লবঙ্গ ও চায়ের পাতা একসাথে পানিতে ফুটিয়ে সেই পানি মেহেদির মধ্যে মিশিয়ে যদি আপনার ত্বকে লাগাতে পারেন তাহলে আকর্ষণীয় রং পাবেন।
  • কফির গুড়া মেয়েদের সাথে মিশিয়ে লাগাতে পারলে এর মধ্যে থাকা রঞ্জকের কারণে অনেক সুন্দর রং ধরবে আপনার ত্বকের উপরে।
  • মেহেদী উঠানোর পরে সেই জায়গাতে লেবুর রস এবং চিনি দিয়ে একটি মিশ্রণ তৈরি করে লাগিয়ে রাখলে অনেক সুন্দর রং পাওয়া যায়।
  • মেহেদী তোলার জন্য আপনি ব্যবহার করতে পারেন টুথপেস্ট। এটা দিয়ে যখন আপনি মেহেদি তুলবেন তখন আপনার রঙে কোন সমস্যা হবে না।
  • মেহেদী তোলার সময় আপনি ব্যবহার করতে পারেন লবণ পানি। অর্থাৎ একটু পানিতে লবণ মিশিয়ে সেই পানি দিয়ে হাত ধুলে আপনার হাতে রং মানিয়ে উঠবে। 

সাদা চুলে মেহেদি পাতা দিলে কি হয়

অনেকেই আছেন দেখা যাচ্ছে বয়সের তুলনায় খুবই কম বয়সে চুল পেকে সাদা হয়ে গেছে। যারা মুসলিম আছেন তাদের ইসলাম ধর্ম মেনে অনেকেই মাথায় কালি করতে চায় না বা করে না। আর তাই তাদের জন্য সমাধান হলো সেই সাদা চুলে যদি মেহেদি পাতা লাগানো যায় তাহলে অনেক সুন্দর রঙের চুল পাওয়া যায়। 

আমাদের সমাজে এই প্রচলনটি চলে আসছে অনেক আগে থেকে। দেখা যায় আমাদের বাবা কাকারা তাদের চুল সাদা ঢাকার জন্য মাথায় মেহেদি পাতা লাগায় এতে করে চুল কমলা ও লাল মিলে একটু সুন্দর কালার হয়। তাই যাদের বয়স কম কিন্তু চুল পেকে সাদা হয়ে গেছে তারা চাইলে মেহেদী পাতা ব্যবহার করে আপনার চুলও আকর্ষণীয় বানাতে পারেন। 

চুল পড়া বন্ধ করতে মেহেদী পাতার ব্যবহার

কেন যেন মেহেদি পাতার কথা শুনলেই মনে হয় আমাদের চুলের কথা। আবার এদিক থেকে যখনই মনে হয় যে চুল পড়ে শেষ হয়ে যাচ্ছে কি করা যায় ঠিক সেই সময়ই মনে পড়ে মেহেদী পাতার কথা। আপনি যদি কারো কাছে গিয়ে বলেন যে আমার চুলে এই ধরনের সমস্যা হচ্ছে আমি টাক হয়ে যাচ্ছি বা চুল জাতীয় যেকোনো সমস্যার কথায় বলেন না কেন। 

দেখবেন সেই ব্যক্তি আপনাকে প্রথমেই সাজেস্ট করবে ভাইবা আপু আপনি মেহেদী পাতা ব্যবহার করে দেখেন এটা আপনার উপকারে আসবে। এখান থেকে বোঝা যায় এটি আমাদের জন্য কতটা সাহায্যকারী। এটা শুধু মুখের কথা নয় বাস্তবেও প্রমাণ করে দেয়। প্রাচীন কাল থেকেই এটি নারীদের সৌন্দর্য বৃদ্ধিতে ব্যবহার হয়ে আসছে। 

পাশাপাশি পুরুষেরা তাদের চুল পড়া ঠেকাতে এবং সাদা চুল লাল করতে এর গুড়া ব্যবহার করছে।বর্তমান সময়ে এসে বাজার থেকে দেখা যায় সরাসরি মেহেদী পাতার গুড়া পাওয়া যায়। এছাড়াও এখন অনলাইনে অনেক পেজ রয়েছে যেখানে সেল করা হয়। 

আপনি ব্যবহারের জন্য যেখান থেকেই কিনেন না কেন একটু দেখেশুনে যাচাই-বাছাই করে নিবেন যেন সেটা ভেজাল মুক্ত থাকে। তবেই আপনার উপকারে আসবে। সবচেয়ে ভালো হয় আপনি যদি সরাসরি গাছ থেকে পাতা তুলে সেই পাতা বেটে ব্যবহার করতে পারেন। 

মেহেদি পাতা হাত সাজানোর কাজে ব্যবহার

এটা এমন একটি উপাদান যা ছোট বড় সকলেই ব্যবহার করে এবং পছন্দ করে থাকে। দেখা যায় বছরে দুই ঈদে খুবই জনপ্রিয় হয়ে ওঠে মেহেদী দিয়ে হাত রাঙাতে। এছাড়াও বিয়ে বাড়ি বাজে কোন অনুষ্ঠানে সবাই খুব আনন্দে সহকারে মেহেদী হাতে ব্যবহার করে থাকে। এমনকি যাদের টাকা পয়সা বেশি আছে তারা পার্লারে গিয়ে মেহেদীর সাজ দিয়ে আসে। 
মেহেদি-পাতার-উপকারিতা
আধুনিক যুগে এসে অনলাইন ব্যবসা একটু বেড়ে গেছে বেশি যার কারণে অনেক সময় দেখা যায় অনলাইন থেকে মেহেদী নেওয়ার ফলে কিছু সময় সেটা ত্বকের ব্যবহারের ফলে আমাদের ত্বক খারাপ করে। এ মেহেদির মধ্যে কিছু রাসায়নিক জাতীয় মিক্স করা হয় যার ফলে এমনটা হয়। বর্তমান সময়ে এসে কিছু জনপ্রিয় মেহেদী হলো কাভীরি, কাশ্মীরি, নেহা, মমতাজ, রাঙাপড়ী, স্মার্ট ও অর্গানিক মেহেদী।


এর মধ্যে থেকে আমি আপনাকে পার্সোনালি সাজেস্ট করব অর্গানিক মেহেদী এবং কাভীরি মেহেদী নেওয়ার জন্য। কারণ এগুলোর মধ্যে সাইড ইফেক্ট খুবই কম থাকে এবং রিজেনাবল প্রাইজ এর মধ্যেও পাওয়া যায়। এছাড়া সবচেয়ে উত্তম পদ্ধতি হলো গাছপাতা সরাসরি পেটে হাতে লাগানোর এতে করে ভালো রং পাওয়া যায় এবং সাইড ইফেক্ট থেকে মুক্ত থাকা যায়। 

FAQ মেহেদি পাতার উপকারিতা নিয়ে সাধারণ প্রশ্ন উত্তর

প্রশ্নঃ মেহেদি পাতার বাটার সাথে তুলে দেওয়ার জন্য কি কি যোগ করতে হয়?
উত্তরঃ এর মধ্যে একটু অলিভ অয়েল এবং ভিটামিন ই এর দিলে বেশি গুনাগুন পাওয়া যায়।

প্রশ্নঃ মেহেদির পার্শ্বপ্রতিক্রিয়া কিরূপ?
উত্তরঃ যাদের তাকে এলার্জি রয়েছে তাদের জন্য কিছু সমস্যা দেখা দিতে পারে।

প্রশ্নঃ মেহেদী পাতা চুলে দিলে কি হয়?
উত্তরঃ চুল পড়া বন্ধ হয়, নতুন চুল গজায়, চুল সিল্কি ও ঝলমলে হয়।

প্রশ্নঃ মেহেদি পাতার মধ্যে পেঁয়াজের রস দিলে কি হয়?
উত্তরঃ পিয়াজের রস আমাদের অনেক কাজের ব্যবহার হয় পাশাপাশি মেহেদী পাতার সাথে ব্যবহার করলে চুল পড়া বন্ধ করে এবং খুশকি দূর করে।

প্রশ্নঃ চুল সোজা করার জন্য কি দিতে হয়?
উত্তরঃ ক্যাস্টর অয়েল তেল এবং নারিকেলের তেল একসাথে মিশিয়ে চুলে দিয়ে কিছুক্ষণ মেসেজ করে ৩০ মিনিট রেখে দেওয়ার পর শ্যাম্পু করে গোসল দিতে হবে পাশাপাশি কন্ডিশনার লাগাতে হবে।

প্রশ্নঃ মেহেদী শব্দের অর্থ কি?
উত্তরঃ আরবি ভাষায় মেহেদী শব্দটি হল পুরুষবাচক যার অর্থ সঠিক নির্দেশিত।

প্রশ্নঃ মেহেদি পাতা ব্যবহারে কি ঘা শুকায়?
উত্তরঃ এটি ব্যবহারের ফলে খুব দ্রুততার সাথে আপনার ঘা সেরে যাবে।

প্রশ্নঃ কালো চুলের মেহেদি পাতা দিলে কি?
উত্তরঃ কালো চুলে এই পাতা লাগালে চুল আরো কালো হয় এবং ব্রাউনিশ আভা দেয়।

প্রশ্নঃ দাড়িতে মেহেদী পাতা ব্যবহার করার বিধান কি?
উত্তরঃ হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সাহাবীদেরকে দাড়িতে মেহেদি লাগানোর নির্দেশ দেয়। 

প্রশ্নঃ মেহেদী পাতা কি খাওয়া যায়?
উত্তরঃ মেহেদী পাতার রস খাওয়ার ফলে আমাদের শরীরের অনেক রোগ সারিয়ে তোলা যায় এবং উপকার হয়।

উপসংহারঃ মেহেদী পাতার উপকারিতা

মেহেদী পাতার উপকারিতা সম্পর্কে যারা জানতে চেয়েছিলেন তাদের জন্য আজকের আর্টিকেলটি আলোচনা করা হয়েছে। এই পাতার গুনাগুনের পাশাপাশি এটি কিভাবে ব্যবহার করতে হবে কি কি দিয়ে করতে হবে কখন করতে হবে এই সকল বিষয় নিয়ে বিস্তারিত তুলে ধরা হয়েছে। যাদের মেহেদী পাতা নিয়ে আরো কোনো সমস্যা রয়েছে তারা মন্তব্য করতে পারেন। 

মেহেদী পাতা নিয়ে আরো কোনো কিছু জানার থাকলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমরা আপনাকে সাহায্য করার চেষ্টা করব।আমার আর্টিকেলটি পড়ে ভালো লাগলে শিখতে চাই ব্লগ ওয়েবসাইটকে সাবস্ক্রাইব করুন এবং পাশেই থাকুন। আর্টিকেলটির সম্পন্ন করার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ। 

এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

অর্ডিনারি আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।

comment url