উইন্ডোজ ১০ মোবাইল হটস্পট কি বারবার বন্ধ হয়ে যাচ্ছে? এখানেই সমাধান
আপনার উইন্ডোজ ১০ মোবাইল হটস্পট বারবার কি বন্ধ হয়ে যাচ্ছে? এর কারণ সাধারণত নেটওয়ার্ক ড্রাইভার এর সমস্যা, পাওয়ার সেভার মোড, বা ভুল কনফিগারেশনের কারণে ঘটে থাকে। আপনি যদি এর সঠিক সমাধান না জানেন তাহলে আপনার এই সমস্যাটা বারবার হতেই থাকবে যা ইন্টারনেট শেয়ারিংয়ে একসময় বাধা সৃষ্টি করবে।
আপনার পিসি বা ল্যাপটপে হটস্পট সচল রাখতে এবং অপ্রত্যাশিতভাবে বন্ধ হওয়া ঠেকাতে আমাদের পরামর্শ অনুসরণ করুন। আমাদের গাইড লাইনে পাবেন মোবাইল হটস্পট বন্ধ হওয়ার দশটি সম্ভাব্য কারণ এবং এর সমাধান। তাই অবশ্যই আপনার নিরবচ্ছিন্ন ইন্টারনেট সংযোগ করতে বিস্তারিতভাবে আর্টিকেলটি পড়ে দেখুন।
সূচিপত্র ঃ উইন্ডোজ ১০ মোবাইল হটস্পট বারবার বন্ধ হয়ে যাওয়ার সমাধান
- উইন্ডোজ ১০ মোবাইল হটস্পট বারবার বন্ধ হয়ে যাওয়ার সমাধান
- সিস্টেমে আপডেটের অভাব
- উইন্ডোজ ১০ ব্যাবহারে যে সমস্যা হতে পারে
- উইন্ডোজ ১০ একটি হটস্পট আছে
- মোবাইল হটস্পট সঠিক ভাবে চালু করুন
- নেটওয়ার্ক অ্যাডাপ্টার সমস্যার ও সমাধান
- ওয়াইফাই মোবাইল থেকে বারবার ডিস্কানেক্ট হচ্ছে সমস্যার সমাধান
- কিভাবে একই সময়ে ওয়াইফাই এবং হটস্পট ব্যবহার করবেন
- মোবাইল টু মোবাইলে ইন্টারনেট শেয়ার
- ওয়াইফাই কানেক্ট আছে কিন্তু কাজ করেনা সমাধান দেখুন
- হটস্পট নিজে থেকেই বন্ধ হয়ে যাচ্ছে? উইন্ডোজ ১০ ফিক্স করুন
- শেষকথাঃ উইন্ডোজ ১০ মোবাইল হটস্পট বারবার বন্ধ হয়ে যাওয়ার সমাধান
উইন্ডোজ ১০ মোবাইল হটস্পট বারবার বন্ধ হয়ে যাওয়ার সমাধান
উইন্ডোজ ১০ মোবাইল হটস্পট বারবার বন্ধ হয়ে যাওয়ার সমাধান। উইন্ডোজ ১০
ব্যবহারকারীদের জন্য মোবাইল হটস্পট খুবই গুরুত্বপূর্ণ একটি ফিচার কারণ এটা একটি
ডিভাইসের সাথে আরেকটি ডিভাইসের ইন্টারনেট সংযোগে সহায়তা করে। উইন্ডোজ টেন
ইন্টারনেট একটি ডিভাইসের সাথে আরেকটি ডিভাইসের ইন্টারনেট সংযোগ করার জন্য অনেক
সময় মোবাইল হটস্পট বন্ধ হয়ে যায়। যখন আপনার সাথে এরকম তো বারবার হতে থাকতে
আপনি এক পর্যায়ে বিরক্তিকর হয়ে পড়বেন কারণ আপনার কাজে এর জন্য ব্যাঘাত সৃষ্টি
হবে। আসুন আগে জেনে নেই কি কি কারনে এ সমস্যাগুলো দেখা দিতে পারে যেমন নেটওয়ার্ক
ড্রাইভার আপডেটের অভাব, পাওয়ার সেভার মোড সিস্টেম সেটিংস এর ভুল ইন্টারনেট
সংযোগে অস্থিরতা আর এর চেয়ে বড় যেটা সমস্যা আপনার কম্পিউটার বা ল্যাপটপ
অত্যাধিক গরম হয়ে যায় ফলে, উইন্ডোজ টা স্বয়ংক্রিয়ভাবে কিছু ফিচার বন্ধ করে
দেয় যার মধ্যে হটস্পট ও অন্তর্ভুক্ত থাকে।
আরো পড়ুনঃ কোটি টাকা আয় করার যে সকল উপায় আছে
এর কারণে বারবার মোবাইল হটস্পট বন্ধ হয়ে যায়। মোবাইল হটস্পট বারবার বন্ধ হওয়ার
সমাধান হলো প্রথমেই নেটওয়ার্ক ড্রাইভার আপডেট করতে হবে এবং আপনার পাওয়ার সেভার
মোড বন্ধ রাখতে হবে। এর পাশাপাশি সিস্টেম আপডেট চেক করুন এবং অ্যান্টিভাইরাস
ফায়ার ওয়ালা ওয়াল সেটিংস পরিবর্তন করে দেখুন। কারণ কিছু নিরাপত্তা সফটওয়্যার
মোবাইল হটস্পট কে ব্লক করে দিতে পারেন।
আপনার কাজ হল মোবাইল হটস্পট টাইম আউট সেটিংস পরিবর্তন করা যাতে হটস্পট
স্বয়ংক্রিয়ভাবে নিজে থেকে বন্ধ না হয়। তবে আপনি যদি অনেক বেশি ডিভাইস অ্যাড করে
থাকেন, তবে কিছু ডিভাইস ডিসকানেক্ট করে দিতে পারেন। আরেকটি পরামর্শ হলো আপনি
আপনার মোবাইল ডিভাইসের সেটিংস পরিবর্তন করে ওয়াইফাই অফ করার আগে মোবাইল হটস্পট
চালু বা বন্ধ করতে পারেন। এতে আপনি একটি ভালো ফলাফল পাবেন।
সিস্টেমে আপডেটের অভাব
উইন্ডোজ ১০ ব্যবহারকারীদের মধ্যে অনেকেই অভিযোগ করে থাকেন যে আপনার মোবাইল হটস্পট
ঠিকমত কাজ করছে না। বা কাজ করতে করতে নিজে থেকে বন্ধ হয়ে যাচ্ছে। এ বিষয়গুলো
নিয়ে অনেকেই অল্পতে ভয় পেয়ে যান।আসলে এই কাজটা কেন হচ্ছে আমাদেরকে প্রথমে সেটা
বুঝতে হবে। আপনার মোবাইল হটস্পট দিয়ে ঠিকমতো কাজ না করার কারণ সিস্টেমে আপডেটেড
অভাব রয়েছে। অনেক সময় উইন্ডোজটা পুরাতন হয়ে যায় যা সংস্করণে কিছু কারিগরি
ত্রুটি থাকতে পারেন যা মোবাইল হটস্পট এর স্বাভাবিক কাজকে ব্যাহত করে।
মূলত আপনার windows যদি আপডেট না করা থাকে তাহলে নেটওয়ার্ক ড্রাইভার এবং
অন্যান্য প্রয়োজনীয় ফিচার ঠিকমতো কাজ করতে পারেনা। যার ফলস্বরূপ আপনি কাজ করার
সময় তোর মোবাইল হটস্পট চালু করার পর নিজে থেকেই বন্ধ হয়ে যায়। এটা নিয়ে
চিন্তার কোন কারণ নেই এর সমাধান রয়েছে। এবার আসুন জেনে নেওয়া যাক মোবাইল হটস্পট
বারবার বন্ধ হয়ে যাওয়ার কি কারন রয়েছে। আপনাকে প্রথম যে কাজ করতে হবে সেটা হলো
আপনার উইন্ডো সিস্টেম আপডেট চেক করতে হবে। সর্বশেষ উইন্ডোজ আপডেট ইন্সটল
করে ফেলুন।
তারপর নেটওয়ার্ক অ্যাডপ্টারের ড্রাইভার আপডেট করুন যা অনেক ক্ষেত্রে মোবাইল
হটস্পট সমস্যার সমাধান দিয়ে থাকে। যদি দেখেন আপনি আপডেট করার পরেও তখন উইন্ডোজ
নেটওয়ার্ক ট্রাবলশুট চালান। তারপরে নেটওয়ার্কের রিসেট অপশন ব্যবহার করুন। এইসব
কাজগুলো করার পরে উইন্ডোজ ১০ মোবাইল হটস্পট সমস্যার সমাধান মিলবে এবং ইন্টারনেটে
রেখে কাজ করা যাবে। তাই আপনার সমস্যাটি সমাধান করতে উপরের টিপস টি ফলো করুন।
উইন্ডোজ ১০ ব্যাবহারে যে সমস্যা হতে পারে
আপনি যদি উইন্ডোজ ১০ ব্যবহার করে থাকেন তাহলে দেখতে পারবেন অনেক সময় ইন্টারনেট
কানেকশন পাচ্ছে না। এই জায়গা থেকে আপনি হয়তো মনে করতে পারেন যে
হার্ডওয়ারের কোন সমস্যা হচ্ছে কিন্তু এখানে হার্ডওয়ারের সমস্যা হচ্ছে না বরং
উইন্ডোজ ১০ কারণে সমস্যাটা হচ্ছে। আপনার এই সমস্যাটা দূর করার জন্য যে উপায়
রয়েছে সেটা এখন বর্ণনা করা হলো। তো চলন শুরু করা যাক প্রথমে আপনারা উইন্ডোর
সার্চ অপশনে গিয়ে কন্ট্রোল প্যানেল বের করবেন।
এরপরে কন্ট্রোল প্যানেলে ক্লিক করে ভিতরে ঢুকবেন। ঢোকার পরে দেখতে পারবেন
ইন্টারনেট অপশন লেখা আছে সেখানে ক্লিক করবেন। এরপরে আপনার সামনে অনেকগুলো অপশন
থাকবে সেখান থেকে প্রোগ্রামে ক্লিক করুন। তারপর আপনার সামনে আরেকটা নতুন পেজ আসবে
সেখানে নিচের দিকে রিস্টোর অ্যাডভান্স সেটিংস লেখার উপরে ক্লিক করবেন। তারপরে
দেখবেন নতুন পেজে রিসেট এবং ক্যান্সেল লেখা আপনি সেখান থেকে রিসেট করে দিবেন। তো
আপনার কাজ হয়ে গেছে যতগুলো সেটিং ছিল তা পুনরায় আবার রিস্টার্ট হয়ে গেল। এরপর
আপনি পিসি থেকে একটি রিস্টার্ট দিবেন তারপরে দেখবেন ঠিক হয়ে গেছে। উইন্ডোজ
১০ মোবাইল হটস্পট বারবার বন্ধ হয়ে যাওয়ার সমাধান।
উইন্ডোজ ১০ একটি হটস্পট আছে
অনেকেরই প্রশ্ন থাকে যে উইন্ডোজ ১০ হটস্পট আছে কিনা। তো আসুন আপনাদের প্রশ্নে
কিছু উত্তর করা যাক। হ্যাঁ উইন্ডোজ ১০ একটি হটস্পট আছে, উইন্ডোজ ১০ এমন একটি
বিকল্প নিয়ে আসে যা আপনাকে অনুমতি দেয়। আপনি যদি ওয়াইফাই মোবাইল হটস্পটটি চালু
না করতে পারেন তবে আপনি যদি একটি বার্তা দেখতে পান যে আপনার উইন্ডোজ টেন একটি
মোবাইল হটস্পট সেটআপ করতে পারিনা। যদি এরকমটা দেখতে পান তাহলে বুঝতে পারবেন এটা
একটি সমস্যা। তবে চিন্তার কোন কারণ নেই এই সমস্যা আরেকটি উপায়ে ভাবে সমাধান করা
যায়। এবং এই সমাধানে কোন সংযোগ ত্রুটি ছাড়াই আপনাকে মোবাইল হটস্পট এর সংযোগ করা
বিষয়ে সহায়তা প্রদান করা হবে।
- নেটওয়ার্ক অ্যাডাপটার সমস্যার সমাধানকারী যেকোনো প্রকার সমস্যার সমাধানের মধ্যে আপনার পিসি তে ট্রাবলশুট সেটিংস অন করুন।
- ডানফলকটি নিচে কল করুন এবং নির্বাচন করুন নেটওয়ার্ক এডাপ্টারের ক্লিক করুন ট্রাবল শুটারে।
- তারপর পিসি পরীক্ষা করা শুরু করবে এবং সম্ভবত সমস্যাটি সনাক্ত করবে তাই ড্রাইভার আপডেট করে রাখুন।
- ড্রাইভার গুলি আপ টু ডেট নয় বা উইন্ডোজ ১০ এ অনেক সমস্যার কারণ হতে পারে তাই ড্রাইভার আপডেট করুন এবং ওপেন করুন ডিভাইস ম্যানেজার।
- ডিভাইস ম্যানেজার অনুসন্ধান বাক্সে এবং এটি খুলুন নেটওয়ার্ক এডাপটারে প্রবেশ করুন।
- নির্বাচন করুন নেটওয়ার্ক অ্যাডাপ্টার তারপরে ডানদিকে ক্লিক করুন।
- তারপরে নির্বাচন করুন ড্রাইভার আপডেট।
- আপডেট শেষ হওয়ার পরে আপনার পিসি রিবুট করুন।
- এবার আপনি পরীক্ষা করুন মোবাইল হটস্পট পরিবর্তন এডাপ্টার সেটিং।
- খোলা মোবাইলে হটস্পট আপনার পিসিতে সেট করুন।
- এবার উইন + আই সেটিং খুলতে এবং যেতে নেটওয়ার্ক এবং ইন্টারনেট ক্লিক করুন।
- বাম ফলকের নিচে স্কুল করুন নির্বাচন করুন মোবাইল হটস্পট।
- আপনার মোবাইলের হটস্পট এডাপ্টার সনাক্ত করুন এবং ডান ক্লিক করুন তারপরে যাবেন সম্পত্তি।
- ভাগ করে নেওয়ার ট্যাপটি খুলুন এবং চেক করুন অন্যান্য নেটওয়ার্ক ব্যবহারকারীদের এই কম্পিউটারের ইন্টারনেট সংযোগের মাধ্যমে সংযোগ করার অনুমতি প্রদান করুন। উইন্ডোজ ১০ মোবাইল হটস্পট বারবার বন্ধ হয়ে যাওয়ার সমাধান আশা করি বুঝতে পারছেন।
মোবাইল হটস্পট সঠিক ভাবে চালু করুন
আপনারা অনেকেই আছেন যারা মোবাইলে হটস্পট কিভাবে চালু করতে হয় এটা জানেন না। তাই
আগে শিখতে হবে মোবাইলে হটস্পট কিভাবে অন করতে হয়। তো চলুন শুরু করা যাক, মোবাইলে
হটস্পট চালু করার জন্য প্রথমে আপনাকে মোবাইলের সেটিংস অপশনে যেতে হবে। সেটিংসে
যাওয়ার পরে স্কল করে খুঁজতে থাকবেন নেটওয়ার্ক এন্ড ইন্টারনেট কোথায় লেখা আছে।
তারপরে নেটওয়ার্ক এন্ড ইন্টারনেট যেখানে লেখা আছে ওখানে ক্লিক করে
ভিতরে প্রবেশ করুন এরপরে দেখুন hotspot & tethering এই অপশনে যাওয়ার পরে
আপনি যখন অন অফ বাটনে ক্লিক করবেন দেখতে পাবেন অনেকেরই সমস্যা হচ্ছে সেটা অন
হচ্ছে না বারবার ক্লিক করার পরেও অন হচ্ছে না। তো চিন্তার কিছু নেই আপনি এখন
ব্যাকে এসে দেখবেন একটু নিচের দিকে ডাটা সেভার নামে একটা অপশন আছে ভিতরে গিয়ে
দেখবেন সেটা অন নাকি অফ করা আছে।
আরো পড়ুন ঃ মেয়েদের চুল পড়া বন্ধ করার তেলের নাম
এরপরে ওখান থেকে বের হয়ে আসবেন তারপরে আপনারা যাকে হটস্পট কানেক্ট করতে
চান তাহলে মোবাইলের স্ক্রিনে এসে উপর থেকে ইসকল করে সাঁটার টা নামিয়ে দেখতে
পারবেন উপরে হটস্পট লেখা এবং একটা চিহ্ন দেওয়া আছে ওখানে ক্লিক করবেন তাহলে
হটস্পট চালু হয়ে যাবে। তো আপনারা এভাবে খুব সহজে আপনারা চাইলে হটস্পট চালু করতে
পারেন। তো আপনাদের যদি এ ধরনের সমস্যা দেখা দিয়ে থাকে অবশ্যই এর সমাধান আপনাকে
জানতে হবে।
নেটওয়ার্ক অ্যাডাপ্টার সমস্যার ও সমাধান
উইন্ডোজ আপডেট দেওয়ার পর নেটওয়ার্ক এডাপটার ঠিকমত কাজ করছে না এটি কিন্তু একটি
সমস্যা। কম্পিউটারে ইন্টারনেট সংযোগ ব্যাহত হওয়ার প্রধান কারণ হল নেটওয়ার্ক
এডাপটারের সমস্যা কে বোঝায়। এটা হওয়ার কারণ হলো আমার আপডেটের অভাব হার্ডওয়ারের
ত্রুটি বা কোন ভাবে কনফিগারেশন এর কারণে ঘটে থাকে। অনেক সময় দেখা যায় ওয়াইফাই
বা ইন্টারনেট ঠিকমতো কাজ করে না।
এর জন্য দেখা দিতে পারে নো ইন্টারনেট এক্সেস নেটওয়ার্ক এডাপটার মিসিং এ ধরনের
সমস্যা দেখায়। নেটওয়ার্ক এডাপ্টারের সমস্যার সমাধানে প্রথমেই আপনি ডিভাইস
ম্যানেজার থেকে নেটওয়ার্ক ড্রাইভার আপডেট করে ফেলুন। এরপর windows নেটওয়ার্ক
ট্রাবল শুটার চালু করুন। ট্রাবল শুটার চালু করার ফলে স্বয়ংক্রিয়ভাবে সমস্যার
কারণ গুলো নিজে নিজেই সনাক্ত করতে পারবেন। এরপরেও যদি দেখেন সমস্যার সমাধান হলো
না, তাহলে নেটওয়ার্ক সেটিং রিসিভ করো এবং আপনার কম্পিউটার বা ল্যাপটপে রিস্টার্ট
করুন। উইন্ডোজ ১০ মোবাইল হটস্পট বারবার বন্ধ হয়ে যাওয়ার সমাধান।
কিছু সময় আপনার ফায়ারওয়াল বা অ্যান্টিভাইরাস সফটওয়্যার ইন্টারনেট সংযোগ কে
ব্লক করে দেয় তাই এগুলোকে আপনার চেক করা উচিত। এটা চেক করার পাশাপাশি আপনি
আরেকটি জিনিস চেক করবেন সেটা হলো আইপি কনফিগারেশন। আশা করি আপনি যদি এই পদ্ধতি
গুলো মেনে কাজ করেন। তাহলে আপনার নেটওয়ার্ক এডাপটারের সমস্যার সমাধান করা সম্ভব
হবে এবং ইন্টারনেট সংযোগ বৃদ্ধি করা যাবে।
ওয়াইফাই মোবাইল থেকে বারবার ডিস্কানেক্ট হচ্ছে সমস্যার সমাধান
উইন্ডোজ ১০ মোবাইল হটস্পট বারবার বন্ধ হচ্ছে তার সমাধান জানুন। আপনারা অনেকেই
আছেন তাদের মোবাইলে ওয়াইফাই বারবার ডিসকানেক্ট হয়ে যাচ্ছে। এর জন্য আপনারা
ঠিকমতো কাজ করতে পারছেন না। তো চলুন জেনে নেওয়া যাক কোন কোন কারণ রয়েছে এবং এর
সমাধান কি।
- আপনার ডিভাইস ওয়াইফাই রাউটার থেকে অনেক দূরে আছে কিনা সেটা আগে ক্লিয়ার হন। যদি রাউটার থেকে ডিভাইস অনেক দূরে হয় তাহলে সেটার দূরত্ব কমিয়ে আনুন।
- আপনার রাউটারের ফ্রামওয়ার আপডেটেড আছে কিনা দেখুন। যদি আপডেটেড না থাকে তাহলে অবশ্যই রাউটারের ফ্রামওয়্যার আপডেটেড করুন।
- আপনার রাউটার শাওমি এবং ডিভাইসটিও শাওমি কিনা সেটা দেখুন।
- আপনার রাউটারের রেঞ্জ এর মধ্যে প্রতিবেশীদের অনেকগুলো রাউটার আছে কিনা সেটা দেখুন। অনেক সময় দেখা যায় একই জায়গায় অনেকগুলো রাউটার থাকার কারণে বারবার ওয়াইফাই ডিসকানেক্ট হয়ে যায়।
- রাউটারের ওয়াইফাই সিগন্যাল হার্ডওয়ার থেকে ছেড়ে দিচ্ছে কিনা সেটা অবশ্যই পর্যবেক্ষণ করতে হবে।
কিভাবে একই সময়ে ওয়াইফাই এবং হটস্পট ব্যবহার করবেন
আমরা অনেকেই জানি একই সময়ে ওয়াইফাই এবং হটস্পট ব্যবহার করা যায় না। দেখা যায়
ওয়াইফাই অন করলে হটস্পট অফ হয়ে যায় আর হটস্পট অন করলে ওয়াইফাই বন্ধ হয়ে যায়
এরকমটা সমস্যা দেখা দেয়। আসল কথা হলো আমরা ওয়াইফাই এবং হটস্পট একসাথে চালাতে
পারি না। তাই চলুন আপনি কিভাবে একই সাথে ওয়াইফাই এবং হটস্পট চালাবেন সে বিষয়ে
বিস্তারিত আলোচনা করি। এই সিস্টেমটা করার জন্য আপনাকে আলাদা করে কোন অ্যাপস
ডাউনলোড করতে হবে না।
ফোনের মধ্যে থাকা সেটিংস দিয়ে কাজ হয়ে যাবে। প্রথমেই আপনি মোবাইলের সেটিংস
অপশনে গিয়ে কানেকশন লেখাটা খুঁজে বের করুন। তারপরে আপনার সামনে অনেকগুলো অপশন শো
করবেন সেখান থেকে Mobile hotspot & Tethering অপশনে ক্লিক করুন। তো এর
উপর ক্লিক করার পরে নতুন পেজে মোবাইল হটস্পটের উপর ক্লিক করে অন করতে হবে। অন করা
হয়ে গেলে ডানদিকে উপরের থ্রি ডটে ক্লিক করে এখানে ওয়াইফাই শেয়ারিংয়ে টাচ করে
এখান থেকে ওয়াইফাই শেয়ারিং টা অন করে দিতে হবে। এরপর বের হয়ে এসে একসাথে
ওয়াইফাই এবং হটস্পট অন করুন এরপর একটা মেসেজ আসতে পারেন সেখান থেকে ওকে করে
দিন।
মোবাইল টু মোবাইলে ইন্টারনেট শেয়ার
অনেকে আছেন যারা এক মোবাইল থেকে আরেক মোবাইলে ইন্টারনেট শেয়ার করতে পারেন না। তো
চলুন মোবাইল থেকে কিভাবে আরেক মোবাইলে ইন্টারনেট শেয়ার করা যায় সেটা
আপনাদেরকে জানাবো। প্রথমে আপনার ফোন নিবেন এবং সাথে আরেকটি ফোন নিবেন যেটাতে
ইন্টারনেট শেয়ার দিবেন। তো প্রথমে আপনার ফোন থেকে নেট অন করে দিন। এর পরে আপনি
সেটিংস অপশনে যাবেন গিয়ে নিচের দিকে স্কল করতে থাকবেন তারপরে দেখবেন পোর্টেবল
হটস্পট কোথায় লেখা আছে। ওটা খুঁজে বের করার পর ওখানে ক্লিক করুন।
তারপর ভিতরে ঢুকে পোর্টেবল হটস্পট যেটা লেখা সেটা অফ আছে আপনি অন করে দিবেন।
পরটাবেল হটস্পট এমনিতেই দেখতে পাবেন সেটাপ পোর্টেবল hotspot লেখা ওখানে ক্লিক
করবেন। করার পরে দেখবেন ওখানে আপনার ফোনের নাম শো করছে এবং তার নিচেই পাসওয়ার্ড
লেখা। ওখানে চোখের মত আইকনে ক্লিক করুন যেন পাসওয়ার্ডটা দেখা যায়। এবার আমার
ফোনের কাজ শেষ সাথে যে আর একটা ফোন রাখতে বলেছিলাম এখন সেখানে কাজ করতে হবে। তো
সেই ফোনের সেটিং অপশনে ঢুকে নেটওয়ার্ক এন্ড ইন্টারনেট লেখা এই অপশনে ক্লিক করুন।
ক্লিক করার পর ওয়াইফাই একটা পেজ আসবে ওখানে দেখবেন ওয়াইফাই এর পাশে অনেক বাটন
আছে সেখানে অন করে দিবেন। অন করার পরে দেখতে পাবেন আগের ফোনের নাম এই ফোনে শো
করছে।
আরো পড়ুন ঃ কোন কোন ডালে এলার্জি আছে
তারপরে সেই শো করা নামে ক্লিক করবেন করার পর দেখবেন পাসওয়ার্ড চাচ্ছে। তো এখন যে
পাসওয়ার্ডটা বসাবেন আগের ফোনে যে পাসওয়ার্ডটা ছিল অর্থাৎ চোখের আইকন অন করার পর
যে পাসওয়ার্ডটা দেখাচ্ছিল সেটাই ফোনে বসিয়ে দিন। পাসওয়ার্ড বসানোর পর নিচে
দেখবেন কানেক্ট নামে অপশন আছে ওখানে ক্লিক করুন। তারপর দেখবেন আপনার মোবাইল ফোনে
উপরে ওয়াইফাই চিহ্ন দেখাচ্ছে তারমানে আপনার কাজ হয়ে গেছে। তো আশা করি ভালোমতো
বুঝতে পেরেছেন যে কিভাবে এক মোবাইল থেকে আরেক মোবাইলে ইন্টারনেট শেয়ার করতে
হয়।
ওয়াইফাই কানেক্ট আছে কিন্তু কাজ করেনা সমাধান দেখুন
অনেকের ফোনে এই সমস্যাটা দেখা যায় ওয়াইফাই কানেক্ট আছে কিন্তু কোন কাজ করছে না।
তো এটা নিয়ে চিন্তার কিছু নেই এর সমাধানও রয়েছে তো চলুন এর সমাধান বের করি। তো
প্রথমে আপনাকে যেটা করতে হবে ওয়াইফাই টা অন করতে হবে তারপর দেখতে হবে কাজ করছে
কিনা। আর একই রাউটারে অন্যদেরও কাজ হচ্ছে কিনা। যদি দেখেন একই রাউটারে অন্যদের
ওয়াইফাই কাজ করছে শুধু আপনারটাই করছেনা সে ক্ষেত্রে যা করণীয় দেখুন।
প্রথমে আপনাকে আপনার ফোনটা রিস্টার্ট মারতে হবে অর্থাৎ একবার অফ করে অন করুন।
এরপরে যদি আপনার সমস্যার সমাধান না হয় তাহলে যেটা করবেন উপরে স্কল করে ওয়াইফাই
চিহ্নর উপর ক্লিক করে ভিতরে যাবেন তারপর অনেকগুলো অপশন আসবে সেখান থেকে নিচের
দিকে দেখবেন ফরগেট নেটওয়ার্ক লেখা আছে। সেখানে ফরগেট নেটওয়ার্কের ওকে তে ক্লিক
করুন। এরপর আপনি পুনরায় আবার আপনার ওয়াইফাই এর পাসওয়ার্ড বসিয়ে দিন। তারপরে
দেখবেন সমাধান হয়েছে কিনা, যদি এরপরেও সমাধান না হয় তাহলে ওখানে অ্যাডভান্স
অপশন এ ক্লিক করে সেটিংস করে নিতে হবে।
তো কিভাবে করবেন দেখুন ওয়াইফাই তে ক্লিক করে প্রক্সি নামে একটা অপশন আছে ওখানে
none করে দিবেন। এরপরে এর নিচে দেখবেন আইপি সেটিংস লেখা ওখানে ক্লিক করবেন। ক্লিক
করার পর দেখবেন DHCP অপশন আছে ওখানে ক্লিক করুন। ক্লিক করার পরে নিচে আরো কয়েকটি
অপশন আসবে ওখানে দেখবেন আইপি এড্রেস লেখা ওখানে 192.168.1.128 এই সংখ্যাগুলো লিখে
দিবেন। তারপরে আবার নিচে দেখবেন Geteway লেখা ওখানে 192.168.1.1 এই
সংখ্যাগুলো বসিয়ে দিবেন। তারপরে নিচে দেখবেন prefix length লেখা ওখানে 24 সিলেট
করে রাখবেন।
এরপর আর একটু নিচে DNS 1 লেখা আছে ওখানে 8.8.8.8 এই চারটা এই বসিয়ে
দিতে হবে। এরপর আবার নিচে দেখবেন DNS 2 লেখা ওখানে 8.8.4.4 বসিয়ে দিবেন। এরপর
সর্বশেষ প্রাইভেসি লেখা ওখানে ইউস ডিভাইস MAC সিলেক্ট করে দিবেন। তো এই
সেটিংস গুলো অন করার পর আবার ফিরে যাবেন ওয়াইফাই পাসওয়ার্ড এর ওখানে তারপর
পাসওয়ার্ড বসিয়ে কানেক্ট করে দিবেন। এরপর দেখতে পারবেন আপনার মোবাইলে ওয়াইফাই
কানেক্ট হয়ে গেছে এবং কাজও করছে।
হটস্পট নিজে থেকেই বন্ধ হয়ে যাচ্ছে? উইন্ডোজ ১০ ফিক্স করুন
উইন্ডোজ ১০ মোবাইল হটস্পট বারবার বন্ধ হয়ে যাওয়ার সমাধান। ল্যাপটপ বা পিসির
ইন্টারনেট অন্যান্য ডিভাইসের সঙ্গে শেয়ার করতে উইন্ডোজ ১০ মোবাইল হটস্পট খুবই
কার্যকরী ভূমিকা রাখছে। আপনারা অনেকেই বলেন যে হটস্পট নিজে থেকেই বন্ধ হয়ে
যাচ্ছে এবং এর কারণে আপনাদের কাজ করতে অনেক সমস্যা হচ্ছে একসময় এটা বিরক্তিকর
হয়ে দাঁড়াচ্ছে। আপনি নিজেও জানেন না এ সমস্যা গুলো কেন হচ্ছে আপনার ল্যাপটপ বা
পিসিতে পাওয়ার সেভার মোড পুরনো নেটওয়ার্ক ড্রাইভার ইন্টারনেট সংযোগের সমস্যা বা
উইন্ডোজ সেটিংস এর কারনে এটা দেখা দিচ্ছে কারণ আপনার উইন্ডোজ দশ সেটিংস গুলো
সঠিকভাবে আপডেট করা নেই।
এই সমস্যার সমাধানে আপনাকে সেটিংসগুলো ঠিকঠাক করে আপডেট দিতে হবে।অনেক সময় দেখা
যায় ব্যাকগ্রাউন্ড অ্যাপ বা সিকিউরিটি সফটওয়্যার হটস্পট এর স্বাভাবিক
কার্যকারিতা ব্যাহত করে দিচ্ছে। আপনার ল্যাপটপ বা পিসিতে বারবার যখন হটস্পট বন্ধ
হয়ে যায় তখন প্রথমে আপনি নেটওয়ার্ক ড্রাইভার আপডেট করে দিন এবং পাওয়ার সেভার
মোড বন্ধ করে রাখুন। তারপর উইন্ডোজ মোবাইল হটস্পট টাইম আউট সেটিংসগুলো পরিবর্তন
করে ফেলুন যেন এটি স্বয়ংক্রিয়ভাবে নিজে থেকে বন্ধ হয়ে না যায়। আপনি যদি
একাধিক ডিভাইস সংযুক্ত করেন তবে কিছু ডিভাইস ডিসকানেক্ট করে দিন। ফলে আপনার
সমস্যার সমাধান হয়ে যাবেন। উপরে যতগুলো পদ্ধতির বলা হয়েছে আপনি যদি সেগুলো ফলো
করেন তাহলে উইন্ডোজ ১০ মোবাইল হটস্পট এর সমস্যার কার্যকর সমাধান পাবেন।
শেষকথাঃ উইন্ডোজ ১০ মোবাইল হটস্পট বারবার বন্ধ হয়ে যাওয়ার সমাধান
উইন্ডোজ ১০ মোবাইল হটস্পট বারবার বন্ধ হয়ে যাওয়ার সমাধান। অনেকেরই মোবাইলে,
ল্যাপটপে বা পিসিতে এ সমস্যা গুলো হয়ে থাকে। এবং আপনারা এর সঠিক তথ্য
জানার অভাবে দুশ্চিন্তায় পড়ে যান কারণ আপনাদের কাজের সময় বারবার এমন সমস্যা
দেখা দিলে একটু বিরক্তিকর হওয়াটাই স্বাভাবিক। তবে দুশ্চিন্তা না করে সঠিক
সমাধানে কাজ করুন উপরে অনেকগুলো টিপস উল্লেখ করা হয়েছে। আপনারা অবশ্যই চেষ্টা
করবেন এখান থেকে টিপস গুলো ফলো করে আপনাদের কাজে লাগানোর যেন সমাধান পেতে
পারেন।
তো অবশ্যই বুঝতে পেরেছেন আপনার সমস্যার জন্য প্রথমে নেটওয়ার্ক এডাপ্টারের
ড্রাইভার করতে হবে এবং উইন্ডোজ নেটওয়ার্ক ট্রাবলশুট চালাতে হবে। তো আশা করি আপনি
বুঝতে পেরেছেন কিভাবে উইন্ডোজ ১০ মোবাইল হটস্পট বারবার বন্ধ হয়ে গেলে তার সমাধান
কি। তো আপনি যদি এখান থেকে উপকৃত হতে পারেন তাহলে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার
করবেন যেন তাদেরও সমস্যার সমাধান হতে পারে। আর অবশ্যই শিখতে চাই ব্লগ ওয়েবসাইট
এর সাথে থাকুন পরবর্তী আপডেট পেতে। আমার লেখার মধ্যে কোন ভুল ত্রুটি হলে দয়া করে
ক্ষমা করবেন।
ধন্যবাদ সুন্দর তথ্য।