মেয়েদের চুল পড়া বন্ধ করার তেলের নাম দেখুন
  মেয়েদের চুল পড়া বন্ধ করার তেলের নাম নিয়ে আজ আলোচনা করবো। প্রিয় পাঠক আপনি কি জানেন মেয়েদের চুলের জন্য কোন তেল ভালো এবং কোন তেল
  মাথা ঠান্ডা রাখে সেই সম্পর্কে জানতে হলে আজকের এই আর্টিকেল টি সম্পূর্ণ মনোযোগ
  দিয়ে পড়ুন। সাধারণত প্রায় মানুষের কাছে পছন্দের একটি জিনিস হলো তার চুল। 
  কিন্তু আমরা সঠিক ভাবে পরিচর্যা করতে না পারায় আমাদের চুল উঠে টাক হয়ে যাচ্ছে।
  আসুন জেনে নেই চুলের জন্য কোন তেল ভালো হবে সাথে জেনে নেই ঘরোয়া উপায়ে কি দিয়ে কি
  ভাবে চুল পড়া বন্ধ করবেন।
পেজ সূচীপত্র : মেয়েদের চুল পড়া বন্ধ করার তেলের নাম দেখুন
- মেয়েদের চুল পড়া বন্ধ করার তেলের নাম
 - মেয়েদের অতিরিক্ত চুল পড়া বন্ধ করার উপায়
 - চুল পড়া বন্ধ করায় তেলের নাম
 - মাথা ঠান্ডা রাখার তেলের নাম
 - চুল পড়া বন্ধ করার ঘরোয়া উপায়
 - চুল পড়া বন্ধ করার শাম্পু
 - চুল পড়া বন্ধ করার ভিটামিন
 - শেষাংশঃ মেয়েদের চুল পড়া বন্ধ করার তেলের না
 
মেয়েদের চুল পড়া বন্ধ করার তেলের নাম
চুল সাধারণত কম বেশি সকলেরই পড়ে যদি এই চুল পড়া অতিরিক্ত বেড়ে যায় তখনই হয় সমস্যা। আমরা অনেকে জানি না চুল কেন বেশি পড়ে এর জন্য কে দায়ী। কেউ কেউ দায়ী হিসেবে মনে করে পানিকে, তেলকে, খাবার কে ইত্যাদি। আসলে এর জন্য দায়ি হলো এন্ড্রজনিক নামে হরমোন কে।
  আরো পড়ুন :  ঢোক গিলতে গলা ব্যাথায় ওষুধের নাম 
  মেয়েদের চুল পড়া বন্ধ করার তেলের নাম  নারীদের অতিরিক্ত চুল পড়া আর ছেলেদের টাক পড়ার কারন হলো এই এন্ড্রজনিক নামক
    হরমোন টি। যাদের বয়স ৪০ বছরের বেশি আবার যাদের বাচ্চা হয়েছে কিছু দিনের মধ্যে
    তার পার্সপ্রতিক্রিয়ার কারনে চুল পড়তে থাকে। আবার যাদের ডায়বেটিস এবং উচ্চ
    রক্তচাপ আছে সে কারনেও চুল পড়ে থাকে।
মেয়েদের অতিরিক্ত চুল পড়া বন্ধ করার উপায়
  মেয়েরা চুল পড়া নিয়ে সবাই টেনশনে থাকেন কারন মেয়েদের অনেক সুন্দর লাগে এই
    চুলের জন্য। আমাদের চুল পরা বন্ধ করার জন্য আগে আমাদের জানতে হবে এর জন্য দায়ী
    কে, আসলে হরমনের জন্য আমাদের চুল বেশি ক্ষতিগ্রস্থ হয়। চুল পড়া বন্ধ করার জন্য
    আমরা ব্যাবহার করতে পাড়ি আলু। আলু চুল পড়া রোধ করতে অনেক উপকারি বস্তু।
  মেয়েদের অতিরিক্ত চুল পড়া বন্ধ করার উপায় হিসাবে আপনি যদি সঠিক নিয়মে আলুর রস
    ব্যবহার করতে পারেন তাহলে চুল পড়া অনেক টাই কমে যাবে। রাতে আপনি আলুর রস,
    পেয়াজের রস, মধু এবং লেবুর রস এক সাথে পেস্ট করে চুলে লাগিয়ে রাখুন এবং সকালে
    উঠে কুসুম গরম পানি দিয়ে ধুয়ে ফেলুন দেখবেন অনেক উপকারিতা পাবেন
    ইনশাআল্লাহ। 
চুল পড়া বন্ধ করায় তেলের নাম
  নারকেলের তেল ঃ চুলের তেলের মধ্য সবচেয়ে ব্যবহার
    যোগ্য তেল হলো নারকেলের তেল। চুলের খাদ্য যোগাতে নারকেল তেলের জুরি মেলানো ভার।
    নারকেল তেলে রয়েছে লরিক এসিড যা চুলের জন্য খুবই উপকারি। চুল পড়াকে রোধ করে চুল
    কে কনডিশনারের মত সাইন করে। 
  অলিভ অয়েল ঃ অলিভ অয়েলের উপকারিতা সম্পর্কে কে না
    জানে। এর বিশেষ গুন হচ্ছে এন্টিঅক্সিডেন্ট  এবং ফ্যাটি এসিড দ্বারা
    সমৃদ্ধ। অলিভ অয়েল চুলকে গোঁড়া থেকে মজবুত করে, চুল লম্বা করে, চুল সিল্কি করে,
    আগা ফাটা দূর করে। 
  নিম তেল ঃ নিম তেল শুধু মুখের জন্য উপকারি নয় বরং চুলের জন্য অনেক উপকারি তেল।
    এটি মাথার যে কোন সমস্যা দূর করে চুলকে করে মজবুত,ঘন কালো রেশমি চুল। আর খুশকির
    হাত থেকে রক্ষার জন্য খুবই উপকারি। 
  পেয়াজের তেল ঃ পেয়াজের তেল আমাদের জন্য কতটা উপকারি সেটা মোটামুটি সবাই জানি। এই
    পেয়াজের তেলে রয়েছে সকল গুণ।  এটি ড্যামেজ চুলকে রিপেয়ার করে চুলকে যোগায়
    এক্সট্রা এনারজি যার ফলে চুল হয় মজবুত এবং মাথার ত্বকের যেকোন সমস্যা থাকলে তা
    দূর করে। 
  আরো পড়ুন ঃ আরবি নাম ক্যালেন্ডার ২০২৫
  কাস্টার অয়েল ঃ কাস্টার অয়েল তেল চুলের জন্য খুবই ভালো এবং উপকারি তেল। এটির বিশেষ
    গুণ হলো মাথার রক্ত সঞ্চালনে অনেক উপকারি কাজ করে। এর মধ্যে রয়েছে রিসিনলিক
    এসিড যা চুলের পুষ্টি যোগাতে সাহায্য করে। 
  বাদাম তেল ঃ বাদাম তেলে রয়েছে ভিটামিন, খনিজ, এবং ফ্যাটি এসিড সমৃদ্ধ যা চুলকে করে
    কোমল ও শক্তিশালী। চুল পড়া এবং চুল ভেঙে পড়াকে রোধ করে। চুলের যত্নে বাদাম তেল
    ব্যবহার করতে পারেন এটি খুবি শক্তিশালী।
মাথা ঠান্ডা রাখার তেলের নাম
  মেয়েদের চুল পড়া বন্ধ করার তেলের নাম নিয়ে আমাদের অনেকেরই ধারনার অনেক
    সমস্যা রয়েছে। যেহেতু এখন গরমের সময় আর তাই মাথা গরম হওয়ার ফলে মাথা ব্যাথা সহ
    চোখের ঘুমের অনেক সমস্যা হয়ে থাকে। তাই মাথা ঠান্ডা রাখার যে সকল তেল রয়েছে তা
    হয়তো অনেকেই জানি না। চলুন জেনে নেওয়া যাক মাথা ঠান্ডা রাখার তেলের নাম।
- প্যারাসুট এক্সট্রা এডভান্স কেয়ার
 
- মরডান হেয়ার ফার্টিলাইজার
 
- নবরত্ন
 
- জবা কুসুম
 
- অলিভ অয়েল
 
- ইমামি সেভেন অয়েল
 
- সেসা আয়ুরবেদিক তেল
 
    আরো পরুন : কোন কোন ডালে এলার্জি আছে
  
  চুল পড়া বন্ধ করার ঘরোয়া উপায়
বর্তমানে চুল পড়া বন্ধ করার ঘরোয়া অনেক উপায় রয়েছে আজ আমরা সে গুলো সম্পর্কে
  জানব। চুল পড়া রোধে আপনি কিছু ব্যবহার করতে ও কিছু খাবার খেতে পারেন। আপনি ঘরোয়া
  ভাবে কিছু হেয়ার প্যাক, হেয়ার অয়েল এগুলা খুব সহজে ব্যবহার করতে পারেন।
চুল পড়া বন্ধ করার ঘরোয়া উপায়ে আপনি নারকেল তেলের সাথে কালোজিরা, মেথি, জবা ফুল, মধু, আলুর রস, পেয়াজের রস, লেবুর রস, নিম পাতা এগুলো আলাদা ভাবে অথবা একসাথে পেস্ট করে চুলে দিবেন। আবার আপনি চাইলে অ্যালোভেরা দিয়ে এই উপাদান সহ হেয়ার প্যাক বানিয়ে চুলে দিতে পারেন। দেখবেন এর অনেক উপকারিতা পাবেন ইনশাআল্লাহ।
চুল পড়া বন্ধ করার শ্যাম্পু
মেয়েদের চুল পড়া বন্ধ করার তেলের নামের সাথে শ্যাম্পুর ভালো নাম অজানার। চুল পড়া বন্ধ করার জন্য ভালো মানের শ্যাম্পু খুজে বের করতে হবে। শ্যাম্পুর গায়ে লেখা বিভিন্ন উপাদান ও কার্যকারিতা দেখতে হবে। মেয়েদের চুল পড়া বন্ধ করার জন্য বাজারে রয়েছে নানা ব্র্যান্ডের শ্যাম্পু কিন্তু আজ আমরা জেনে নিব এর মধ্যে থাকা কিছু ভালো শাম্পুর নাম। 
যেমন সানসিল্ক শ্যাম্পু, ডাভ শ্যাম্পু, ফ্রেশ শ্যাম্পু, পেনটিন শ্যাম্পু আর বাংলাদেশে তৈরি মেরিল শ্যাম্পু রয়েছে। এগুলো আপনি চাইলে চুলে ব্যবহার করতে পারেন। তবে শ্যাম্পু বাবহারের পাশাপাশি লক্ষ রাখতে হবে যে শ্যাম্পুর প্রভাব কেমন ও ভালো কাজ দিচ্ছে কিনা।
    এভাবে নিজেই বুঝতে পারবেন যে আপনার চুলের জন্য কোন শ্যাম্পু উপযুক্ত। যেকোন
      শ্যাম্পু কি আপনার জন্য উপকারি? কখনই তা হতে পারে না। সবার চুলের ধরন গঠন ও
      মান আক নয়। তাই নিজের চুলের প্রকিতি অনুযায়ী শাম্পু ব্যবহার করবেন। তাই
      অবশ্যই সকল দিক বিবেচনা করে শ্যাম্পু ও তেল বাছাই করুন। 
  
  চুল পড়া বন্ধ করার ভিটামিন
    আমরা জেনে না জেনে বুঝে না বুঝে অনেক রকম ভিটামিন বাজার থেকে কিনে খেয়ে
      থাকি। কিন্তু আমরা সঠিক টা জানি না যে চুলের জন্য কোনটা খাবো আর কোনটা খাবো
      না। চুল পড়া বন্ধের জন্য সব থেকে উপকারি ভিটামিন হলো ভিটামিন ' ই ' সব থেকে
      কার্যকরী।
আপনি যদি ভিটামিন জাতীয় ক্যাপ্সুল ব্যবহার করেন তাহলে এটির ফলে
      দেখবেন আপনার চুলের জিল্লা ও আপনার চুল হয়ে উঠবে ঘন কালো। গবেষনায় দেখা গেছে
      ভিটামিন ' ই ' অনেক উপকারি একটা উপাদান। বিস্তারিত কিছু ভিটামিনের নাম জেনে নেই।
  
  - ভিটামিন " এ " যা চুলের গোড়া মজবুত করে।
 
- ভিটামিন " ডি " চুলকে সিল্কি করে।
 
- ভিটামিন " ই " মাথার ত্বক সুন্দর রাখে।
 
- ভিটামিন " সি " যা চুলের পুষ্টি যোগায়।
 
- প্রটিন, জিঙ্ক এগুলো অনেক উপকার করে।
 
শেষাংশ : মেয়েদের চুল পড়া বন্ধ করার তেলের নাম দেখুন
    আপনাদের যাদের চুল পড়ার সমস্যা দিন দিন বেড়েই চলেছে তারা চাইলে ঘরোয়া টিপস
      গুলো ফলো করতে পারেন। কারন ঘরোয়া টিপস এর মধ্যে কালোজিরা, মেথি, অ্যালোভেরা,
      লেবুর রস, পেয়াজের রস, আলুর রস, নিম পাতা এগুলো অনেক কার্যকরী ভেষজ
      উপাদান।
মেয়েদের চুল পড়া বন্ধ করার তেলের নাম জানতে পুরো পোস্ট টি পড়তে হবে। আমি নিজেও এই উপাদান গুলো ব্যবহার করে থাকি এবং উপক্রিত হই। তাই আপনাদের কে শেয়ার করলাম যেনো আপনারাও এই সমস্যা থেকে বেড়িয়ে আসুন। এখন সবশেষে যেটা বলতে চাচ্ছি আমার আর্টিকেলের মধ্যে কোন ভুল ত্রুটি হলে ক্ষমা করবেন। (ধন্যবাদ)
.webp)

অর্ডিনারি আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।
comment url